আমাদের কথা খুঁজে নিন

   

উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বদল

সাম্প্রতিক সময়ে সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদলের যে উদ্যোগ কিম নিয়েছেন তার আওতায়ই সরানো হয়েছে কিম কিওক সিককে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ জানিয়েছেন ৫৫ বছর বয়সী নতুন প্রতিরক্ষামন্ত্রী জাং উত্তর কোরিয়ার রাজনীতিতে স্বল্প পরিচিত।তবে পূর্বসূরির চেয়ে তার বয়স কম। কিম কিওক-সিককে গত নভেম্বরে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছিল। তার আমলেই ২০১০ সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার একটি সীমান্তবর্তী চৌকিতে হামলা চালায়। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পিপলস আর্মড ফোর্সেস মন্ত্রণালয় হিসেবে পরিচিত এবং শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা কমিশন এটিকে নিয়ন্ত্রণ করে।সে হিসাবে জাং জং এর পদবী হচ্ছে ‘মিনিস্টার অব দ্য পিপলস আর্মড ফোর্সেস’। ২০১১ সালের ডিসেম্বরে উত্তর কোরিয়ার ক্ষমতায় আসা কিম জং-উন নিজের ক্ষমতা শক্তিশালী করার জন্য সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে ব্যাপক রদবদল করছেন। আর তাই কিম কিওক-সিককে সরিয়ে দেয়াটা দেশটির সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ আরো শক্তিশলী করার পদক্ষেপ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.