সোমবার বিকালে শহরের চেলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো দুজন আহত হন।
আহত স্কুলছাত্রী সাজিয়া আফরীনকে (১৩) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বিকেল সাড়ে ৪টায় শহরের চেলোপাড়া এলাকায় জামায়াত-শিবির মিছিল শেষে সমাবেশ করার চেষ্টা করে। এ সময় সেখানে পরপর ৩টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এ পথ দিয়েই স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাজিয়া, ঘটনাস্থলে থাকা এক চর্মকার ও ছয় বছরের এক শিশু আহত হয় বলে জানান এসআই আনোয়ার।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল ইসলাম জানান, সাজিয়া আফরীনের অবস্থা আশঙ্কামুক্ত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।