বুধবার বেলা ১১টার দিকে শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম।
প্রত্যক্ষদর্শী হাসেম আলী জানান, শিবিরকর্মীরা পিকেটিং করার সময় কয়েকটি অটোরিকশা ভাংচুর করে। এ সময় পুলিশ এলে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পাঁচ থেকে সাতটি হাতবোমা বিস্ফোরণ ঘটনায়।
এতে এসআই জুলহাস এবং অপর একজন পুলিশ সদস্য আহত হন।
পুলিশ কয়েকরাউন্ড রাবাব বুলেট ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে পাঁচজন আহত হন।
জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।
এর আগে গোলাম আযমের রায়ের দিন সোমবার এবং তাকে সাজা দেয়ার প্রতিবাদে পরদিন মঙ্গলবারও সকাল-সন্ধ্যা হরতাল করে যুদ্ধাপরাধে অভিযুক্ত এ দল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।