শুক্রবার সকালে ১৮ দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার এই হরতাল কর্মসূচি শুরু হবে। এছাড়া শনিবার জেলার ১২টি উপজেলায় বিক্ষোভ করবে ১৮ দলীয় জোট।
‘বগুড়ার সন্তান’ তারেককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করাসহ নেতাকর্মীদের ওপর ‘পুলিশি নির্যাতনের প্রতিবাদে’ এ হরতাল ডাকা হয়েছে বলে জেলা সভাপতি জানান।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট তফসিল ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার থেকে ৭১ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে। এরপর শনিবার সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেছে তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।