স্বাগতম
আসন্ন হজ্ব মরশুমে মক্কাতে সম্পূর্ন নুতন মেট্রো ট্রেন চালু হতে যাচ্ছে ।খুব শীঘ্রই ৩০দিনের ট্রায়াল শুরু হবে বলে আজ দৈনিক আরব নিঊজে খবর প্রকাশিত হয়েছে।
খবর থেকে আরো জানা যায় প্রায় সাড়ে ছয় বিলিয়ন রিয়ালের এই নুতন রেল প্রজেক্ট নয়টি স্টেশন নিয়ে গড়া।রেল স্টেশনগুলি হয়েছে পবিত্র আরাফাত ময়দান,মিনা এবং মুজদালিফাতে তিনটি করে মোট নয়টি।আর আরাফাত থেকে মুজদালিফা এবং মুজদালিফা থেকে মিনা পর্যন্ত যেতে মাত্র পাচ প্লাস পাচ মোট দশ মিনিট লাগবে!
এখানে মোট দশটি ট্রেন ব্যবহার হবে প্রতিটি ৩০০মিটার লম্বা যার ধারন ক্ষমতা ৩,০০০ যাত্রী!অর্থাৎ প্রতি ঘন্টায় ৭২ হাজার হাজী এই মেটো ট্রেনে যাতায়ত করতে পারবেন।
সুত্রঃ আরব নিউজ ৪,অক্টোবর ২০১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।