হজ্ব এজেন্টদের সতর্ক করে দিয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান বলেছেন, প্রতিবছর হজ্বের নামে কিছু এজেন্ট মানব পাচার করে। এসব মানব পাচারকারী এজেন্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।
রবিবার মন্ত্রণালয়ে চলতি বছর হজ্ব পালনে সৌদি সরকারের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তি বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে যাতে করে হজ্বের নামে মানব পাচার না হয়। সরকারের নানা পদক্ষেপের পরেও প্রতিবছর বেশ কিছু মানুষ পাসপোর্ট ফেলে পালিয়ে যায়।
গত বছরও ২৬২ জন হজ্বযাত্রী পাসপোর্ট রেখে গা-ঢাকা দেন। চলতি বছর যদি কেউ পাসপোর্ট ফেলে পালিয়ে যায় তাহলে সেই এজেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাদের লাইসেন্স বাতিল করে ফৌজদারি আইনে মামলা করা হবে।
ধর্মমন্ত্রী আরো বলেন, বরাবরের মতো এ বছরও ৫০ শতাংশ হজ্বযাত্রী সৌদি এয়ারলাইনস এবং বাকি অর্ধেক বাংলাদেশ বিমান পরিবহন করবে। সৌদি আরবে হজে যাওয়ার জন্য হজ্বযাত্রীরা পছন্দ অনুযায়ী বিমানে যেতে পারবে বলে সম্প্রতি আদালতের দেওয়া রায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে আপিল করা হবে।
বাংলাদেশের জনসংখ্যা অনুপাতে এক লাখ ২৭ হাজার হজযাত্রী সৌদি যাওয়ার কথা থাকলেও এ বছর যাবে এক লাখ এক হাজার ৭৫৮ জন। কাবা শরিফের সংস্কারকাজ চলার কারণে ২০ ভাগ কোটা কমানো হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় যাবেন ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৯১ হাজার ৭৫৮ জন। হজ্ব কার্যক্রম অনলাইনে সম্পাদন করা হবে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।