সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
এবারও সব বয়সের লোক হজে যেতে পারবেন। বয়সের কারণে কেউ বাদ যাচ্ছেন না। এবার টাকা জমা দিয়েছেন এমন ৫৮ হাজার ৪৫৪ জন হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন। আগামী ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ নভেম্বর হজ অনুষ্ঠিত হবে।
১ ডিসেম্বর থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট। গতকাল বুধবার ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হজের প্রস্তুতির বিষয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে
ধর্মপ্রতিমন্ত্রী মোঃ শাহজাহান মিয়া সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সোয়াইন ফ্লুর সংক্রমণের আশঙ্কায় অতি বৃদ্ধ, অসুস্থ এবং ১২ বছরের কম বয়সীদের এবার হজে না পাঠানোর ব্যাপারে সৌদি আরব সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে আমরা ধরে নিচ্ছি, সোয়াইন ফ্লুর কারণে হজে যাওয়ার জন্য বয়স সংক্রান্ত কোনো বিধি-নিষেধ নেই।
উল্লেখ্য, হজের সময় সোয়াইন ফ্লুর সংক্রমণের আশঙ্কায় এবার ৬৫ বছরের বেশি এবং ১২ বছরের কম বয়সী শিশুদের হজের ভিসা না দেওয়ার চিন্তাভাবনা করেছিল সৌদি আবর সরকার।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ছিল অন্যান্য মুসলিমপ্রধান দেশের মতো বাংলাদেশ সরকারও। এজন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি আরব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় এবার ৮ হাজার ৩৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ৪২০ জন হজে যাবেন। সরকারি ব্যবস্থাপনায় এরই মধ্যে ৭ হাজার ৭৩৫ জনের জন্য বাড়ি ভাড়া করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে বাকিদের জন্য বাড়ি ভাড়া করা হবে।
তিনি বলেন, এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী পাঠানোর জন্য ২৫০টি এজেন্সিকে অনুমতি দেওয়া হয়েছে। ২৩৩টি এজেন্সি বাড়ি ভাড়া করেছে এবং ভিসা পেয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই বাকি ১৭টি এজেন্সি ভিসা পেয়ে যাবে। এবার সৌদি এয়ারলাইন্স বাংলাদেশের ২০ হাজার হজযাত্রী পরিবহন করবে। অবশিষ্ট হজযাত্রীদের পরিবহনের দায়িত্ব পালন করবে বাংলাদেশ বিমান।
এজন্য বিমানের পক্ষ থেকে একটি ৭৪৭ বোয়িং ভাড়া করা হয়েছে। আরও একটি উড়োজাহাজ ভাড়ার প্রক্রিয়া চলছে।
হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ দায়িত্ব পালনে গাফিলতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
সৌদি আরবের হজ মিশনে অগি্নকাণ্ড সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ঘটনা তদন্তের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে সৌদি আরব পাঠানো হচ্ছে।
সেখানে গিয়ে তারা বিষয়টি খতিয়ে দেখবেন।
সুত্র সমকাল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।