এক মেরুদন্ডহীন প্রানী...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সাধারনত আমরা উইন্ডোজ এক্সপিতে ফাইলের নাম দিয়ে ফাইল সার্চ করি। কিন্তু আমরা চাইলে ফাইলের টেক্সট কন্টেন্ট দিয়েও ফাইল সার্চ করতে পারি। যেমন আমরা চাইতে পারি windows শব্দটি যেসব ফাইলে লেখা আছে সেগুলোকে খুজে বের করতে। সেক্ষেত্রে বাই ডিফল্ট এক্সপি শুধু .txt এক্সটেনশনযুক্ত ফাইলগুলোর কন্টেন্ট সার্চ করে। কিন্তূ যদি কোনো টেক্সট ফাইলের এক্সটেনশন .txt না হয়, windows বাই ডিফল্ট এইধরনের ফাইল সার্চ করে রেজাল্ট দেখায়না।
উইন্ডোজ এক্সপিতে যে কোনো এক্সটেনশনের টেক্সট ফাইলের কন্টেন্ট সার্চ করতে হলে নিচের স্টেপগুলো অনুসরণ করুনঃ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
স্টেপ ১: start মেনু থেকে Search এ ক্লিক করুন।
স্টেপ ২: Change preferences এ ক্লিক করুন।
স্টেপ ৩: With Indexing Service (for faster local searches) এ ক্লিক করুন।
স্টেপ ৪: Change Indexing Service Settings (Advanced) এ ক্লিক করুন।
স্টেপ ৫: টুলবারে Show/Hide Console Tree তে ক্লিক করুন।
স্টেপ ৬: বামদিকের প্যানেলে Indexing Service on Local Machine এ রাইট ক্লিক করে প্রপারটিসে ক্লিক করুন।
স্টেপ ৭: Generation ট্যাবে Index files with unknown extensions অপশনটি সিলেক্ট করে OK করুন।
স্টেপ ৮: এবার যেকোনো ফোল্ডারে রাইট ক্লিক করে Search এ ক্লিক করুন। এবার A word or phrase in the file অংশে যা কন্টেন্ট হিসেবে সার্চ করতে চান তা লিখে এন্টার দিন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
!!! That's all !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।