স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।
“পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়” মমতাজের গাওয়া মাসুদ পরিবারের তৈরি ‘মাটির ময়না (২০০২)' ফিল্মের দুর্বল একটা গান। এতে লালনের গান ‘খাঁচার ভিতর অচিন পাখি’রে ব্যাখ্যা-সম্বৃদ্ধি দেওয়া হইছে। লালন যেইখানে মাসুদ পরিবারের শতবর্ষেরও আগে (ডেথ ১৭/৯/১৮৯০) লিখতেছেন “খাঁচার ভিতর অচিন পাখি” সেইখানে তারেক আইসা লিখতেছেন “পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়”।
লালনের ‘খাঁচা’ হেথায় ‘দেহের খাঁচা’ হইছে। লালনের পাখিটির অচিনত্ব মনে হইল তারেকের পছন্দ না; তাই অচিন পাখি নিজেরে চিনাইতে ধরছে। যেন লালন পাখি চিনতে না পারার কারণেই লিখছিলেন “খাঁচার ভিতর অচিন পাখি”। পরিবর্তিত গানটা তারেকের সৃজনশীল কৃপাময়তায় এই রূপ নিতেছে: “দেহের খাঁচা”র ভিতর “মাটির ময়না” পাখি কেমনে আসে যায়। এইটা তারেক লেখেন নাই।
কিন্তু তাঁর গানের অভিভাবকতায় লালনের গান এই রূপও পরিগ্রহ করতে চায়। ...
[বাকি অংশের জন্য ক্লিক করুন]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।