বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।
৫ অক্টোবর থেকে ডিভির আবেদন শুরু
ডাইভারসিটি ভিসার (ডিভি) আওতায় এ পর্যন্ত প্রায় ৩৯ হাজার বাংলাদেশী যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। ডিভি-২০১২ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন দূতাবাসের কনস্যুলার বিভাগের প্রধান স্যান্ড্রা ইনগ্রাম প্রথম আলোকে এ তথ্য জানান।
স্যান্ড্রা জানান, ৫ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে শুরু হবে ডিভি-২০১২ সালের আবেদন।
আবেদনপত্র গ্রহণ শেষ হবে আগামী ৩ নভেম্বর সকাল ১০টায়। আগামী বছরের ১ মে থেকে অনলাইনে আবেদনকারীরা তাঁদের ফলাফল জানতে পারবেন।
আবেদনকারীদের http://www.dvlottery.state.gov এ নিবন্ধন করতে হবে।
মার্কিন দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তা স্যান্ড্রা ইনগ্রাম জানান, প্রত্যেক আবেদনকারীকে ৭৪৫ ডলার জমা দিতে হবে। এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত চিকিত্সকদের আলাদা ফি দিতে হবে।
ডিভির জন্য দুই স্তরে লোকজনকে নির্বাচিত করা হয়। প্রথমত, যেসব আবেদনকারী যথাযথভাবে আবেদনপত্র পূরণ করে সাম্প্রতিক তোলা ছবি জমা দিতে পারেন, তাদের নির্বাচিত করা হয়। এ ছাড়া যাঁদের অতীতে যুক্তরাষ্ট্রে কাজ অথবা পড়াশোনার অভিজ্ঞতা আছে, তাঁরাও নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন।
ডিভির আবেদনকারীদের ন্যূন্যতম উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া কারিগরি বোর্ডের আওতায় দুই বছরের পরীক্ষা অথবা জাতীয়ভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বর্ষে উত্তীর্ণ ব্যক্তিরা বিবেচিত হবেন যোগ্য আবেদনকারী হিসেবে।
প্রথম আলোর কপি-পেস্ট
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।