আমার এক ফেসবুক বন্ধু ফেসবুকে বেশ বিড়ম্বনার শিকার। কোন একজন তার প্রোফাইল ছবি ও বায়োডাটা ব্যবহার করে নতুন আইডি ওপেন করে তার বন্ধুদের এড রিকুয়েস্ট পাঠিয়ে তাদেরকে এড করে প্রতারিত করছে। এ নিয়ে তার বন্ধুদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেক সম্মানী ব্যক্তি তার ফ্রেন্ড লিস্টে আছেন। তাদেরকেও সে (ফেকএকাউনটধারী) এড করে নানাভাবে আজেবাজে ম্যাসেজ পাঠিয়ে বন্ধুর ওপর ক্ষেপিয়ে তুলেছে, এমনকি তাকেও এড রিকুয়েস্ট পাঠিয়েছে , পোক করেছে, ইনবক্সে ম্যাসেজ পাঠাচ্ছে। সে তার প্রোফাইল ছবি পরিবর্তন করলেই ঐ ছবিটি সে কপি করে ঐ ফেক একাউনটধারী তার নিজের প্রোফাইলে সংযোজন করে নিচ্ছে। এতে আমার ঐ বন্ধুটি মহাবিপাকে পড়েছে। সে মিনতি করে তাকে বিভিন্ন ভাবে এহেন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানালেও সে তার কোন পাত্তাই দিচ্ছেনা। এমতাবস্থায় সে তার করণীয় দয়া করে আপনাদের করো জানা থাকলে পরামর্শ দিয়ে সহায়তা করুন প্লীজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।