My scars remind me that the past is real, I tear my heart open just to feel........
প্রায় মাসছয়েক আগে একটা পোস্ট দিয়েছিলাম এভেন্জড সেভেনফোল্ডের ডিটেইলস নিয়ে। সত্যি বলতে কি সেই পোস্টের যে শিরোনাম যেটা ছিল (Avenged Sevenfold, আঠারো বছরের বন্ধুত্বের ফসল যে ব্যান্ড!) সেটা ছিল এবং আজও আছে ওদের বন্ধুত্বের সবচেয়ে বড় পরিচায়ক হিসেবে এবং ওদের গানেও সেটার প্রতিফলন ছিল সবসময়। আমার খুবই প্রিয় একটা অল্টারনেটিভ মেটাল ব্যান্ড, এবং সত্যি বলতে কি নিজেদের ট্রেন্ড নিজেরা গান গেয়ে খুব অল্প সময়ের মাঝেই সারা আমেরিকাতে ব্যাপক ভক্তকূল পেয়ে গেছে ওরা। বেস রাখছে গতানুগতিক রক বা হার্ডরককেই কিন্তু সেখানে মেটালকোরের ইনফ্লুয়েন্সটুকু এমনভাবে এড করছে যে সেটা হয়ে উঠছে সম্পূর্ণ নতুন ধাঁচের এক অল্টারনেটিভ মেটাল। সেটাই এদের কম সময়ে জনপ্রিয় হওয়ার সবচেয়ে বড় কারণ।
আমার ইচ্ছা ছিল এভেন্জড সেভেনফোল্ড নিয়ে একটা পোস্ট দেব সময় নিয়ে। কিন্তু হঠাৎ ড্রামার দ্যা রেভ-এর মৃত্যুর ঘটনা শুনে আমি নিজেও খুব কষ্ট পেয়েছিলাম, সেজন্যই অনেকটা হঠাৎ করে ঐ পোস্ট-টা দিয়েছিলাম। আজকে একটু ফোকাস করি লাস্ট বের হওয়া এলবামটা সম্পর্কে। যদিও মাত্র ১টা গানই বের হয়েছে এখন পর্যন্ত।
ড্রামার দ্যা রেভ-এর সবসময়ের মেন্টর ছিলেন ড্রিম থিয়েটারের কিংবদন্তি ড্রামার মাইক পোর্টনয়।
পোর্টনয় সম্পর্কে কয়েকটা কথা বলার লোভ সামলাতে পারছিনা, পোর্টনয় আজতক ২৩টা ড্রামস রিলেটেড এওয়ার্ড জেতা ড্রামার।
যাই হোক, ডিসেম্বরে মারা যাওয়ার আগেই এভেন্জড সেভেনফোল্ডের নতুন এলবামের প্রায় সব গানই লেখা শেষ হয়ে গিয়েছিল, কয়েকটা গানের জন্য কন্ঠও দিয়েছিলেন দ্যা রেভ। আশা করি আগের পোস্ট থেকে মনে আছে, দ্যা রেভ ব্যান্ডের অন্যতম ভোকালও ছিলেন। গানগুলো রেকর্ড না করা হলেও, দ্যা রেভ গানগুলোর ড্রামস ট্র্যাক ঠিক করে লিখে ফেলেছিলেন। সেই ট্র্যাকগুলোই ব্যবহার করেছেন পোর্টনয়।
হঠাৎ মৃত্যুতে ব্যান্ডটা ক্ষতিগ্রস্হ হয়নি একারণেই। ফেব্রুয়ারির শেষদিকে স্টুডিওতে ঢুকে ব্যান্ডটা ড্রামার হিসেবে পোর্টনয়কে নিয়ে। সম্পূর্ণ কাজ শেষ হয় জুলাইয়ে। আর প্রথম এবং একমাত্র সিঙ্গেলসটা রিলিজ হয় আগস্টের মাঝামাঝিতে!
আগেই বলেছি গানগুলো লেখা এবং ইনস্ট্রুমেন্টের কাজও আলাদা আলাদা ভাবে শেষ হয়ে গিয়েছিল দ্যা রেভ বেঁচে থাকতেই। এবার গানের টাইপ নিয়ে খানিকটা বলি।
সিটি অফ এভিল এলবাম থেকেই সেভেনফোল্ডরা সরে আসতে শুরু করেছিল মেটালকোরের পরিবর্তে হার্ডরকের দিকে। ২০০৮ এ রিলিজ হওয়া আফটারলাইফ মাপের হার্ডরক আমি আজকে পর্যন্ত পাইনি, অল্টার ব্রীজের নেক্সট এলবাম বের হলে হয়ত পেতে পারি। তবে এলবামের প্রথম গান নাইটমেয়ার শুনে মনে হল, ওরা হার্ডরককে বেস ধরে মেটালের বিভিন্ন ধারার যথেষ্ট এক্সপেরিমেন্ট চালিয়েছে নতুন এলবামের গানগুলোতে। গানের স্টার্টিং-এ পাওয়া যায় ব্ল্যাকের মত গীটারের কাজ খানিকটা, ড্রামসে অনেকদিন পর দেখলাম ব্লাস্টবীটের ইউজ (কিন্তু টেম্পোর ভেরিয়েশন করা হয়েছে পুরা গানে বেশ কয়েকবার) কিন্তু কোরাসে গেলে সেই পুরান গানস অফ রোজেস-এর ছায়া। সব মিলিয়ে অনবদ্য একটা অল্টারনেটিভ মেটাল।
ভিডিও যোগ করলাম গানটার।
http://www.youtube.com/watch?v=94bGzWyHbu0
আফটারলাইফ গানটার ভিডিওটা মনে পড়ে? অনেকটা সেটার কন্টিনিউয়েশনেই যেন বানানো, গানের ভেরিয়েশন তো জটিল আছেই। ভিডিওতে ভোকাল শ্যাডোকে একটা ট্রলিতে করে হসপিটালের করিডরে ঘুরতে দেখা যায়, যেন কোন ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। পথে বিভিন্ন রুমে দেখতে পান ব্যান্ডমেম্বারদের বিভিন্ন একটিভিটিজ, সাপোজ জ্যাকি এখানে একটা কংকালকে জড়িয়ে ধরে নাচছেন একটা রুমে, গেটস একটা রুমের কাঁচের দরজায় গুলি খাওয়া মাথা ঠুকছেন, ইত্যাদি। একদম লাস্টে ওটির দরজা খুলে যখন শ্যাডো তার ডেস্টিনেশনে পৌছান তখন দেখা যায় সেখানে ড্রামার দ্যা রেভের পুরা ড্রামস কিট রেডি অবস্হায় আছে, কিন্তু ড্রামারের বসার জায়গাটা আলোকিত অথচ শূণ্য!!
যাকগে, আবার আশা যাক এলবামের কথায়।
পুরা এলবামটাকেই ডেডিকেট করা হয়েছে দ্যা রেভের স্মৃতিকে; প্রচার চালানো হয়েছেও তার আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করেই। লাকিলি বলতে হবে; কয়েকটা গানে দ্যা রেভের ভোকাল রেকর্ড করা হয়েছিল, সেগুলো অপরিবর্তিত অবস্হায় রেখেই এলবাম বের করা হয়েছে। এক সাক্ষাতকারে ভোকাল শ্যাডোস এবং গীটারিস্ট গেটস জানান, এলবামের লাস্ট গানটার নাম এবং লিরিকস দ্যা রেভের লেখা। গানটার নাম দিয়েছিলেন ফিকশন এবং গানটা শুরু হয়েছিল ডেথ শব্দটা দিয়েই। গানটার লিরিকস বন্ধুদের দেয়ার সময় দ্যা রেভের কমেন্ট ছিল, "এই হল এলবামের লাস্ট গান"।
এর তিনদিন পরেই তিনি মারা যান। উল্লেখ্য; পোস্টমর্টেম রিপোর্ট বলছে, দ্যা রেভের মৃ্ত্যুর কারণ অতিরিক্ত পেইনকিলার এবং সাথে এলকোহলের উপস্হিতি।
পোর্টনয় আগস্টে ড্রিম থিয়েটার ছেড়ে দিয়েছেন। তিনি অনির্দিষ্ট কালের জন্য হায়েটাসে যেতে চেয়েছিলেন (কারণটা ঠিক ক্লিয়ার না), ব্যান্ড মেম্বাররা রাজি না হওয়ায় তিনি ২৫বছরের পুরান ব্যান্ডের সাথে সম্পর্ক ছিন্ন করেন। এজন্য বাজারে জোড় গুজব যে, পোর্টনয় পার্মানেন্ট বেসিসেই এভেন্জড সেভেনফোল্ডে যোগ দিতে যাচ্ছেন।
কিন্তু গুজবটা বিশ্বাস করার মত শক্ত কিছু এখনো পাওয়া যায়নি, কারণ এই জাতীয় কোন বক্তব্য পোর্টনয় নিজে অথবা এভেন্জড সেভেনফোল্ডের কেউই কখনো দেয়নি আজতক। তবে এভেন্জড সেভেনফোল্ডের সব মেম্বারই দ্যা রেভের জীবদ্দশাতেও সবসময় স্বীকার করে এসেছেন মাইক পোর্টনয় তাদের গানের অনেক বড় এক ইনফ্লুয়েন্স। দেখা যাক কি হয়। আগামী মাস থেকে ড্রীম থিয়েটার নতুন ড্রামারের জন্য অডিশন কল করবে। তবে সেভেনফোল্ড এবং পোর্টনয় উভয় পক্ষ থেকেই বলা হয়েছে, পোর্টনয় আপকামিং ট্যুরগুলোতেও সেভেনফোল্ডের ড্রামারের দ্বায়িত্বে থাকবেন।
যাকগে নতুন এলবাম নাইটমেয়ার এভেন্জড সেভেনফোল্ডের প্রথম এলবাম হিসেবে বিলবোর্ডে নাম্বার ওয়ান এলবাম হিসেবে যাত্রা শুরু করে। তবে আমার খুশি লেগেছে অন্য কারণে, নাউটমেয়ার এলবামটা নাম্বার ওয়ানে পৌছায় এমিনেমের এলবামকে ফার্স্ট পজিশন থেকে সরিয়ে, সেজন্য
আমিও শ্রদ্ধা জানালাম ড্রামার দ্যা রেভকে, আমার এই পোস্টের মাধ্যমে।
এম.পি.থ্রী. ডাউনলোড লিংক!
একখানা নুটিশ: আমি সেফ হয়েছি, সেটা প্রিয়/কাছের অনেক ব্লগারের পোস্টে জানিয়ে এসেছি। বলা হয় বিপদে মানুষের ছায়াও নাকি নিজের সঙ্গী হয়না, কিন্তু ব্যান অবস্হায় আমি ফিল করেছি, আমার ছায়া আমাকেই ঢেকে ফেলেছে এই বিপদেও, এতটাই সাপোর্ট পেয়েছি তাঁদের কাছ থেকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রত্যেকের কাছে।
ব্লগিং-এর ১বছর পূর্ণ হতে আর দুয়েকদিন বাকি আছে হয়ত। হলেই ব্লগিং-এর আমার নিজের রিলেটেড ফান, ইতিহাস, স্টার্টিং, তিক্ততা, ইত্যাদি সব মিলিয়ে একটা পাঁচমিশালী পোস্ট দেব। সবাই ভাল থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।