http://www.facebook.com/Kobitar.Khata
পরকীয়া, সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে পারিবারিক কলহ, একজনের সাথে আরেকজনের যড়যন্ত্র ইত্যাদি বিষয় গুলো উপজীব্য করেই হিন্দি সিরিয়াল গুলো তৈরি হয়ে থাকে। সেই সাথে আজব সাজগোজ আর আজব সাউন্ড এফেক্ট তো আছেই। সব মিলিয়ে এগুলো হলো আজগুবি ও অসুস্থ বিনোদন। আর এই সিরিয়াল গুলোর ভক্ত অবশ্যই মহিলারা। বুঝে হোক আর না বুঝে হোক তারা এগুলো দেখতেই পছন্দ করে।
সবছে অবাক বিষয় হলো কিছুদিন আগে আমরা গ্রাম থেকে একটি কাজের মেয়ে নিয়ে আসি। সে এর আগে কোনদিন ঢাকায় আসেনি। ডিস দেখার তো প্রশ্নই আসে না। দেখা গেল দুদিনের মধ্যে সেও স্টার প্লাস এর ভক্ত হয়ে গেল। সময় নেই অসময় নেই সব সময় স্টারপ্লাসে বুঁদ হয়ে থাকে।
আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম তারা এই আজগুবি চ্যানেল গুলো না দেখে বাংলা চ্যানেল দেখলে সমস্যা কি। তারা বলে আমরা তো সব সময় টিভি দেখার সময় পাই না। কিন্তু যখন সময় হয় তখন বাংলা চ্যানেল গুলো খুলে কি বসে বসে বিজ্ঞাপন দেখব? ৫ মিনিট নাটক হলে ১৫ মিনিট চলে বিজ্ঞাপন, এটা কি দেখা সম্ভব?
কিন্তু কথা তো সত্যি। তারা যখন সময় পায় বসে বসে কি বিজ্ঞাপন দেখবে? স্টার প্লাস দেখার সময় তো তাদের বিজ্ঞাপনের ঝামেলায় পড়তেই হয় না। তাহলে তারা টিভি দেখার যে সময়টুকু পায় সেটা কেন বিজ্ঞাপন দেখে কাটাবে?
আমাদের টিভি ওয়ালারা বড় বড় কথা বলে, ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করার কথা বলে, অপসংস্কৃতির আগ্রাসনের কথা বলে।
অথচ তাদের টাকার প্রতি লোভের কারণে, তাদের হঠকারী সিদ্ধান্তের কারণে এই দেশের বড় একটি মানুষ ইন্ডিয়ান চ্যানেল দেখার প্রতি ঝুঁকছে। অথচ তারা চায় হিন্দি চ্যানেল বন্ধ করে তাদের বিজ্ঞাপন দেখতে বাধ্য করা হোক। শুধু মাত্র এই দেশেই সংবাদ শিরোনাম বিজ্ঞাপন বাবদ বিক্রি করা হয়। আজব এক দেশ!!!
এই দেশের টিভি ওয়ালারা যতদিন টাকার লোভ থেকে বের হয়ে না আসতে পারবে, যতদিন গ্রাহকের চাহিদার প্রতি নূন্যতম শ্রদ্ধাবোধ জাগ্রত না হবে, যতদিন দেশ ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা মনে না জাগবে ততদিন ইন্ডিয়ান অপসংস্কৃতি বা অসুস্থ বিনোদন থেকে এই জাতীর রক্ষা নাই।
আমার আজকের সকালের লেখার একটি লিংক।
একটি কমেন্ট এর সূত্র ধরে একটি পোষ্ট হয়ে গেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।