আমাদের কথা খুঁজে নিন

   

সিলেট ভেন্যুতে সন্তুষ্ট আইসিসি

টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০১৪ এর ভেন্যু হিসেবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের কাজ চলছে বেশ জোরেশোরে। কাজের অগ্রগতি দেখতে গতকাল স্টেডিয়ামটি পরিদর্শনে আসেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির একটি পরিদর্শক দল। স্টেডিয়ামের উন্নয়ন কাজ ও কাজের গতি দেখে সন্তোষ প্রকাশ করেন পরিদর্শক দলের সদস্যরা। গতকাল দুপুরে চতুর্থবারের মতো সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনে আসে আইসিসি প্রতিনিধি দল। আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলির নেতৃত্বে এ দলে ছিলেন টুর্নামেন্ট পরিচালক ধীরাজ মালহোত্রা, আইসিসির কনসালটেন্ট ভ্যান ভুরেন ইউজেন এবং আইসিসি পিচ বিশেষজ্ঞ অ্যান্ডি অ্যাটকিনসন।

এ সময় তারা উইকেট, মাঠ, নির্মাণাধীন গ্রান্ডস্ট্যান্ড, প্রেসবঙ্, গ্যালারি ও ফ্লাড লাইটসহ উন্নয়ন কাজ ঘুরে দেখেন।

মাঠের উন্নয়ন কাজ দেখে সাংবাদিকদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিনিধি দলের প্রধান ক্রিস টেটলি। তিনি বলেন, 'এর আগে যখন এ মাঠ পরিদর্শনে এসেছিলাম, তখনকার মাঠ আর এখনকার মাঠের মধ্যে অনেক তফাৎ। অনেক বদলে গেছে মাঠটি। এই সময়ের মধ্যে কাজের অগ্রগতি হয়েছে অনেক।

মাঠের অবস্থা দেখে আমরা খুশি। ' এ সময় বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, পরিদর্শন শেষে এ মাঠের বিষয়ে ঢাকায় বিসিবির সঙ্গে খোলামেলা আলোচনা হবে আইসিসি কর্মকর্তাদের। তিনি বলেন, যথাসময়ে সিলেট স্টেডিয়ামের কাজ শেষ হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, 'যে গতিতে কাজ এগুচ্ছে তা দেখে আইসিসির প্রতিনিধি দল সন্তুষ্ট হয়েছে। ফলে সিলেট স্টেডিয়ামে বিশ্বকাপ খেলা আয়োজন নিয়ে শঙ্কা অনেকটা কেটে গেছে।

' তিনি বলেন, আমরা আশাবাদী আইসিসির বেঁধে দেওয়া সময়ের আগেই স্টেডিয়ামের উন্নয়ন কাজ শেষ হবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.