গত ফেব্রুয়ারিতে 'বিগ থ্রি' ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রস্তাব ছিল 'দ্বি-স্তর' টেস্ট ক্রিকেটের। 'বিগ্র থ্রি' চেয়েছিল অবনমন পদ্ধতির দ্বি-স্তর টেস্ট ক্রিকেট। কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার জোরালোর বিরোধিতায় তাদের প্রস্তাব পাস হয়নি। তবে দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেট হচ্ছে। ২০১৭ সালে টেস্ট র্যাঙ্কিংয়ের ১০ নম্বর দলটিকে দুটি করে মোট চারটি ৫দিনের ম্যাচ খেলতে হবে কন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন দলের বিপক্ষে।
খেলাটি হবে ২০১৮ সালে। খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। কাল আইসিসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া টি-২০ বিশ্বকাপ সফলভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানানো হয় বাংলাদেশকে।
বাংলাদেশকেই খেলতে হবে কন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন দলের বিপক্ষে এমন নয়।
তবে র্যাঙ্কিংয়ের বর্তমান অবস্থান যে রকম, তাতে বাংলাদেশই সম্ভাব্য দল। কাল আইসিসি যে বিজ্ঞপ্তি পাঠায়, তাতে লেখা হয়েছে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর টেস্ট র্যাঙ্কিংয়ের ১০ নম্বর দলটি খেলবে কন্টিনেন্টাল কাপ জয়ী দলের বিপক্ষে। ৫দিনের দুটি ম্যাচ হবে হোমে এবং বাকি দুটি ম্যাচ হবে অ্যাওয়েতে। এই ম্যাচ চারটির নাম দেওয়া হচ্ছে 'আইসিসি চ্যালেঞ্জ টেস্ট'। সহযোগী দেশটি যদি চ্যালেঞ্জ ট্রফি জিতে, তাহলে দলটি টেস্ট খেলার মর্যাদা পাবে।
আগামী আট বছরে দুটি কন্টিনেন্টাল কাপ হবে। প্রথমটি ২০১৫-২০১৭ সালে এবং দ্বিতীয় ২০১৯-২০২১ সালের মধ্যে। এরফলে আইসিসি সহযোগী দেশগুলোর টেস্ট খেলার দ্বার উন্মুক্ত হলো। ২২ দিনের অসাধারণ টি-২০ বিশ্বকাপ সুষ্ঠু ও সফলভাবে আয়োজন করায় আইসিসির সভাপতি অ্যালান আইজাক ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশকে, 'অসাধারণ একটি টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ। এজন্য তাদের ধন্যবাদ।
এ টুর্নামেন্টটি করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ। '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।