আইসিসি রেংকিং এ বাংলাদেশের অবস্থান সবসময় শেষের দিকে দেখেই আমরা অভ্যস্ত। আর আয়ারল্যান্ডের সাথে এই সিরিজ খেলার আগে তো বাংলাদেশ টি২০ রেংকিং এ জায়গাই পায় নি। র্যাংকিংয়ে স্থান পেতে হলে ২০০৯ সালের ১ অগাস্ট থেকে অন্তত ৮টি ম্যাচ খেলার শর্ত ছিল। শুক্রবার সেই শর্ত পূরণের পর প্রখমবারের মতো ষষ্ঠ স্থানে উঠে আসে বাংলাদেশ দল। উল্লেখ্য যে, টেষ্ট ও ওয়ানডে উভয় ক্ষেত্রেই আইসিসি রেংকিং এ বাংলাদেশের অবস্থান নবম! আর গতকালের বিজয়ের পর বাংলাদেশ চতুর্থ স্থান দখল করে। সামনে কেবল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। আর বাকী সবাই পিছনে । অর্থাৎ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ সবাই এখন বাংলাদেশের নিচে! আসুন সবাই দোয়া করি, বাংলাদেশ জাতীয় দল যেন এই অবস্থানটা দীর্ঘদিন ধরে রাখতে পারে। বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়ারের পাশাপাশি সকল দর্শকবৃন্দসহ সকলকে অভিনন্দন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।