আমাদের কথা খুঁজে নিন

   

Students.........



....ATNBANGLA-r একটা অনুষ্টান নজড় কারল,"মেথাবী মূখের বাংলাদেশ"।উপস্থাপনা করছেন বিপাশা হায়াত।হাজার হাজার মেথাবী কিন্তু গরীব ছাএদের মধ্য থেকে হাতে গোনা কয়েকজনকে নিয়ে অনুষটানটি সাজানো হয়েছে।এখানে ঐসব ছাএদের সাফল্যের রহস্য,দুঃখগাঁথা এবং সবশেষে অনুষ্টানের পক্ষ থেকে সামান্য কিছু বই এবং অর্থসাহায্য দেয়া হচ্ছে এবং আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি ও প্রতিষ্টানকে এদের পাশে দাড়ানোর আহ্ববান জানানো হচছে। দুঃখের কথা হল এই যে বিষয়টাকে হাইলাইট করা হচ্ছে অতিরন্জিত করে।কিন্তু আমি ভাবছি অন্যকথা,এভাবে কি এই সমস্যাকে জিইয়ে রাখা ও প্রলম্বিত করা হচ্ছে না।অন্যের দয়া-দাক্ষিণ্যে কি এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর উপরি-উক্ত সমস্যার সমাধান হতে পারে।তবে কেন এই আয়োজন?আসুন আমরা গভীরে যাই,ঐসব ছাএদের মা-বাবা তো হাড় ভাংগা পরিশ্রম করে,মাথার ঘাম পায়ে ফেলে তবুও কেন আদরের ছেলে বা মেয়েটার জন্য কোন ব্যক্তি বা প্রতিষটানের কাছে অশ্রুসিক্ত নয়নে সাহায্য ভিক্ষা চাইতে হবে ওদের পড়াশুনার জন্য,ওরা কি পরিশ্রম কিছু কম করে?না,করে না বরং অন্যের থেকে বেশি করে।তবে? তবে কেন দারিদ্রতার বৃত্ত ভেংগে ওরা বের হতে পারে না,এই কারণ যতদিন না উদঘাটন করতে পারব ততদিন এই অবস্থার পূনরাবত্তি ঘটতে থাকবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।