আমাদের কথা খুঁজে নিন

   

একখান রঙিন নৈবেদ্য তোমায়, ও আমার কবিতা........

সান্ধ্যকালীন কোর্স বাতিল মানে কারো শিক্ষার সুযোগ কেড়ে নেয়া

কামের পঁয়ষট্টিতম কলা সরিয়ে দিন এলিয়ে পড়া চুল। তারপর ? ধীরে বৎস, ক্রমশ উষ্ণ নিশ্বাসের সাথে ভেজা ঠোঁট ছুঁয়ে দিন, স্পর্শকাতর গ্রীবায়.......আবার..... এবং ....আবার। হ্যাঁ। উড়ু উড়ু মন ? চাইলে ঘুরে আসুন নিশিন্দা বন, উত্তর থেকে দক্ষিণ। কাঁধ হতে কর্ণমূল।

খোলা প্রান্তর কোন। যদি হাওয়া খেতে ইচ্ছে জাগে। সবান্ধব। কর্ণলতিকায়...আলতো করে ঠোঁট ছুঁয়ে, জিহ্বাটা- গভীরে নামিয়ে দেবেন ? দিতে পারেন- তবে ছেষট্টি নম্বরের ঘরে অনুপ্রবেশের সম্ভাবনা স্বীকার্য অতঃপর আলতো করে কতিপয় গৃহপালিতের মতো...নরম দাঁতে গ্রীবাটায় চেপে ধরুন। আস্তে---- রিভিউ করুন।

শ্বাস ছাড়ুন। আবার। এবং নিচে নেমে যান......ধৈর্য সহকারে। পর্বত হতে অবনমন বিপদজনক। তারচেয়েও বেশী কঠিন..ঠান্ডাতর হাওয়ায় মাথা ঠান্ডা রাখার সহজতর কাজটা।

হ্যাঁ। ১১/০৭/১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।