ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,
সন্ন্যাস প্রিয় খুচরো অন্ধকার
-আবু মকসুদ
আমিও সন্ন্যাস নিলে
কিছু নারীবাদী পোষাক প্রসাধনে
নিষিদ্ধ রাত্রিতে সলতে পাকায়
পৃথিবীকে দ্যাখে চাঁদ
অতি ক্ষুদ্র মানুষ মদিরায় মজে
কতিপয় ডিগ্রিকে পেন্নাম করে
সন্ন্যাসী প্রিয় অন্ধকারে
খুচরো পয়সা জমায়, সফলতায়
ঝুকে পড়ে অন্নের কাছে
মাছি ভনভন দিন
জীবিকার বাধ্যতায় সন্ন্যাসীও
মেনে নেয় পাপ ও সাপের সহাবস্থান
কতিপয় নারীবাদী ডিগ্রি ঝুলিয়ে
মানুষের পাপপুণ্যের হিসাব কষে
আমি দেখি, কিছু নদী উত্তরে বয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।