আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের দেশের রাজনীতি'র প্রেক্ষিতে 'ডিফারেন্ট টাচ্' এর একটি যুগোপযোগী লিরিকস্ !!!

যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(
রাজনীতি এলব্যাম: শ্রাবণের মেঘ ব্যান্ড: ডিফারেন্ট টাচ্ হালযামানার রাজনীতি ভাই করতেছি যে আমরা সবাই পিছন পকেট সাজায় গরম গোলা বাজার আছে যে তাই হালযামানার রাজনীতি !!! এ মন হায় একবার দুইবার নেতা হইতে চায় শুনছি নাকি নেতারা সব এয়ার-কন্ডিশন খায় !! হরতার মিছিল চালাইয়া যাও, রিক্সা গাড়ী ভাইঙ্গা ফালাও পিছন পিছন আছি আমি কোন কিছুর ভরসা নাই ! ব্রিছামে'তে যাইয়া নেতা স্বপ্নে চোখ বুলায় বঙ্গ ভবন যাইতে নেতা মারসিডিস চালায় বাইরে গরম চলিতেছে সেইখানে স্যার নাই মরলে মরবো যুবকরা সব... হারমনি টোকায় বড় সাধ একবার মিনিস্টার হবো মিনিস্টার না পাইলেও এম.পি. হবো বড় সাধ একবার মিনিস্টার হবো ইলেকশনে দাড়াইবেন ভাই শিক্ষাগত যোগ্যতা চাই পাইমারী পাশ না হইলে স্যার হইয়া যাইবেন ডিসকলিফাই দেশের সেবা করবো বলে দাড়াইছি ভাই দলে দলে থুন খারাবি দোস টা কি? রাইট আমার হক যে চায় ধনপতি কবে হবো সুইট ব্যাংকে নোট জমাবো হরহামেশা চিন্তা শুধু... বিনা লাভে দিন গুঝি যায় এইবার কন কার কি মনে চায় একটা বার হুনতাম চাই কপাল গুনে যদি দেশের গদি'টা পাইতাম এইবার কন কার কি মনে চায় একটা বার হুনতাম চাই একশা কথার এক কথা ভাই বলতে মোদের দোষ কিছু নাই ভক্তি মাথে যেমন তেমন কাম করনের নাইকো বালাই ঘরবইনাতে ভাইসা গেছে বৈদেশী ডলার আইসা ডুকতেছে যে কোন গুদামে আমারা কিন্তু কিছু দেখি নাই দু:খে মোদের দিন কেটে যে এই বিবাগে নাই কিছু নাই খুলনা বাসীর র্ভাসিটি কি এই জনমে হইবে জিগাই বিচার নাই এই দেশেতে তোমরা সবে গাও আমরিকা'তে লাস্ট ফেভারে ইমিগ্রেশন দাও বিচার নাই এই দেশেতে তোমরা সবে গায় আমরিকা'তে যাবো মোরা ইমিগ্রেশন চাই বিচার নাই এই দেশেতে তোমরা সবে গায় গানটি শুনতে : রাজনীতি - ডিফারন্টে টাচ্ সম্পূর্ন এলব্যাম ডাউনলোড: শ্রাবণরে মেঘ - ডিফারন্টে টাচ্
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.