আমাদের কথা খুঁজে নিন

   

মাদারবোর্ড - হার্ডডিস্ক দুটোই গেছে, মহা আনন্দিত! (না পড়লে মিস)

প্রথমত আমি খুবই বন্ধুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনের পাশাপাশি টু্রিজমের উপর কাজ করার ইচ্ছা আছে আমার। এ ব্যাপারে কেউ সাহায্য করলে চির কৃতার্থ থাকব। http://www.facebook.com/saintmartinbangladesh

আনন্দ ১ : কারণ, আমার ডেস্কটপের ওয়ারেন্টি আর এক সপ্তাহ বাকী। তাই নতুন মাদারবোর্ড - হার্ডডিস্ক পাচ্ছি।

সময়মত নষ্ট হয়েছে.... বেঁচে গেলাম। আরও এক বছরের জন্য নিশ্চিন্ত। আনন্দ ২: আমি গ্রামীনফোনের এক গিগা প্যাকেজ ইউজ করি। কিন্তু অনেক বেশি ব্রাউজিং এর কারণে কিছু ডাউনলোড করি না। ব্রাউজিং করতে করতেই এক গিগা শেষ হয়ে যায়।

ঈদের ছুটিতে নানাবাড়ী গেলাম । পাশেই গ্রামীনের এক টাওয়ার। গ্রামীনের পি৪ প্যাকেজ নিলাম। ব্র্যাকেট এ লেখা থাকে মেয়াদ এক দিন ১৫০ মেগাবাইট। ল্যাপটপে টানা ২৪ ঘন্টায় ডাউনলো্ড করলাম ১৬০০ মেগাবাইট্ বা ১.৬ গিগা।

খরচ ৭২ টাকা। ইউ ক্যান ট্রাই ইফ ইউ ডোন্ট বিলিভ আনন্দ ৩: ঈদের আগে গিফট স্বরুপ কিছু টাকা পাই সাথে আরো কিছু টাকা যোগ একটা ল্যাপী কিনেছি। আসুস কে৪০এই প্রসেসর এএমডি (ডুয়েল কোর) Ram ১ জিবি হার্ডডিস্ক ২৫০ ডিভিডি রাইটার আনন্দ ৪: কোরবানী ঈদের পর ব্লগারদের নিয়ে একটা ট্যুর করতে চাই। স্বল্প খরচে হাই প্রোফাইল ট্যুর। সেন্ট মার্টিন, টেকনাফ , কক্সবাজার।

উদ্দেশ্য যারা অর্থাভাবে এই সমস্ত জায়গা ভ্রমণ করতে পারেননি তাদের জন্য কিছু একটা করা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.