হেথা হতে যাও পুরাতনহেথা নতুন খেলা আরম্ভ হয়েছে।
ঝুমুর ঝুমুর নূপূর তালে
নাচে বারিধারা,
টিনের চালে পেখম মেলে
নাচে আত্নহারা।
নদীর জলে নাচে দেখো
হৃদয় উজাড় করে,
সেই তালেতে কাশফুল গুলো
দুলছে কেমন করে।
বৃক্ষরাজি সিক্ত করল
টিপ টিপা টিপ ছন্দে,
কৃষকের মুখে হাসি আনিল
ফসলের মধু গন্ধে।
নাচিয়া উঠিলো খেলার মাঠেতে
এক তালে এক লয়ে,
আনন্দে আর আনন্দে সেই
দিনগুলো গেছে বয়ে।
মনের মাঝেতে বারিধারা আজ
নাচিয়া উঠিলো বেশ,
দোলা দিয়েএই বারিধারা
হয়না যেনো শেষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।