সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...
গ্রীষ্মের শেষ প্রান্তে,
বর্ষা বলে আমি আসিতেছি।
বর্ষা বলে আমি আসিতেছি নিয়ে,
অজস্র বারিধারা বয়ে।
হয়তো ভাসিয়ে দেবো,
দিগন্ত জোড়া মাঠ।
হয়তো ভাসিয়ে নিয়ে যাব
কৃষকের ছিন্ন পাতার খড়কুটোর কুটিরখানি।
ভাসবে কত ঘরবাড়ি।
কাঁদবে কত অসহায় অনাহারি।
হয়তো আমি একদিন চলে যাব,
কিন্তু যাওয়ার পথে রেখে যাব
শরতের আহবানখানি !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।