কোন কোন সময় আমি একা হয়ে যাই
আজ কাল ফেসবুক খুললেই দেখি মেয়েদের মন ভাল মন খারাপ status ভরা। কমেন্ট না কইরাও পারিনা, মেয়েদের মনতো কি করুম কন। তাদের status কেমন আসে দেখেন। আজ আমার মন অনেক খারাপ কিছুই ভাল লাগছে না আহারে বড়ই দুঃখের কথা। মন খারাপ কেন যানতে চাইলে এর উত্তর: এমনি এমনি মনটা না খুব খারাপ মাইয়া মানুষের মন বুজা বড় দায় এমনি এমনি তাদের মন খারাপ হয়ে যায়। আরেক জন মন ভাল না খারাপ বুজতেই পারছে না আজ আমার মন ভাল না খারাপ বুজতেই পারছিনা[/si হে হে হে হে বড়ই চিন্তার বিষয়। যদি যানতে চাই কি হয়েছে এর উত্তর: কিছুই না দুস্ত আসলে আমি তাদের এতো মন খারাপ হয় কেন বুঝতে পারিনা। আপনারা কি কিছু বুঝেন ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।