সত্য প্রকাশে আপোষহীন
"রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি মেস থেকে বিপুলসংখ্যক জিহাদি বইসহ শিবিরের দলিলপত্র উদ্ধার করেছে নিউমার্কেট থানার পুলিশ। "
আজকাল অনেক জায়গায় পুলিশ বই উদ্ধার করছে। কিন্তু এসব কি আসলেই জিহাদী বই না সাধারন ইসলামিক বই এ ব্যাপারে পরিষ্কার করে কিছু বলছে না। খবরের ক্লিপিংসে দেখা যায় অনেকগুলো বই স্তূপ করে রাখা হয়েছে। ব্যস এতটুকুই।
এসব বই থাকার অর্থই হচ্ছে আপনি ছাত্রশিবির করেন এবং আপনার জন্য জেলের ভাত রেডি রাখা হয়েছে তাও ফ্রি।
ফেব্রুয়ারি মাসে ইসলামিক ফাউন্ডেশনের বই মেলা থেকে কিছু বই কিনেছিলাম। আমার তো মনে হয় সে সব বই আমার কাছে রাখা ঠিক হবে না। কখন আবার আমারে শিবিরে অন্তর্ভূক্ত করা হয়।
কিছুদিন আগে কোরআন শরীফের শুদ্ধতা যাচাইয়ের জন্য একজন হিন্দুর রিট যদি আদালত গ্রহন করতে পারেন এমন ঘটনা খুবই সাধারন হিসাবে বিবেচনা করা যায়।
বাংলাদেশের রাজনীতি নিয়ে ব্যক্তিগতভাবে আমি খুবই হতাশ । ধর্ম নিয়ে রাজনীতির ব্যবসা থামানো গেলো না। ক্ষমতাসীন দলের খুনিরাও বিনা বাধায় ঘুরে বেড়াচ্ছে। আর কি বাকি থাকে। এখন ইসলামিক বই থাকাও বিপদ।
ঘরে কি তাহলে রামায়ন আর মহাভারত রাখবো নাকি??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।