আমাদের কথা খুঁজে নিন

   

শরতের আমন্ত্রণে মন ছুটে যায় কোন খানে..

শূন্য হৃদয়ে ডঙ্কা বাজে এ কিসের, জানো কি হে!

ঋতুর মধ্যে যে শরত আমাদের মনের গহীনে খেলা করে অবিরত তার জন্য অভিবাদন হয় না কেন তেমন। বৈশাখ প্রথম বলে কি তার জন্য এতো আয়োজন। পরের বলেই কি শরত, হেমন্ত পরের !! ‘শরৎকালের মেঘ সাদারে, বন্ধু ওইনা সাদা কাশের বন, আকাশে জোড়া বইগলেরে, মন কয় বন্ধু আমার আছে কাছে’- ভাওয়াইয়া গানের এ কথার মতই স্নিগ্ধ শরৎকাল। গ্রীষ্মের তপ্ত রোদ আর বর্ষার বৃষ্টির পর এ ঋতু জনজীবনে বয়ে আনে শান্তি ও স্বস্তির বারতা। আর তাই তো এ ঋতুকে ঘিরে রচিত হয় গান-কবিতা।

তাই এ ঋতু বরনে গান, কবিতা আর নাচের চেয়ে ভালো আর কি হতে পারে। শারদীয় রুপ.. আগস্টের শেষ থেকে অক্টোবর পর্যন্ত শরতের অকৃত্রিম রুপ কেমন যেন মনকে দোলা দিয়ে যায়। আকাশে সাদা মেঘের ভেলা। হাওয়ায় কাশফুলের দুলুনি। যান্ত্রিক নগর জীবনে সব কেন যেন ভুলতে বসেছি।

গ্রামের সেই মাঠ , সেই দিগন্তজুড়ে কাশফুলের ছন্দের বারতা..বারবার ছুঁতে উচ্ছে করছে খুব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।