আমাদের কথা খুঁজে নিন

   

পুনরুজ্জীবিত উদীচী মামলার ৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা



যশোরের উদীচী ট্রাজেডি মামলায় খালাসপ্রাপ্ত আসামিদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসত্মাফিজুর রহমান এই আদেশ দেন। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তারা হলেন মহিউদ্দিন আলমগীর, মেহেদী হাসান লিটু, সোহরাব হোসেন, শরিফুল ইসলাম মিল্টা, আহসান কবীর হাসান ও মিজানুর রহমান মিজান। উল্লিখিতদের মধ্যে মহিউদ্দিন আলমগীর হৃদরোগে আক্রানত্ম হয়ে মারা গেছেন। এছাড়া হাসান ও মিজান র্যা বের সাথে ক্রসফায়ারে নিহত হন।

বাকিদের মধ্যে লিটু ভারতে, সোহরাব মালয়েশিয়ায় ও শরিফুল ইসলাম মিল্টা অজ্ঞাত স্থানে পলাতক রয়েছে। মারা যাওয়া তিনজনের ডেথ সার্টিফিকেট আদালতে জমা না হওয়ায় তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জীবিত তিন আসামির বিরুদ্ধে আরও অনেকগুলো মামলা রয়েছে। উদীচী মামলায় হাজির হয়ে জামিন নিতে গেলে অন্য মামলায় পুলিশ তাদের আটক করতে পারে, এই আশংকায় তারা আদালতে হাজির হয়ে জামিন নেয়নি। উল্লেখ্য, ২০০৬ সালে উদীচী ট্রাজেডি মামলার রায়ে ২৩ আসামির সবাই খালাস পেয়ে যান।

পরে মামলাটি পুনরুজ্জীবিত করার সিদ্ধানত্ম নেয়া হলে গত ২৬ জুলাই সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রেজিস্টার ¯^v¶wiZ একটি সমন যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এই সমনে ওই মামলায় খালাস পাওয়া সব আসামিকে আদালতে হাজির হতে বলা হয়। ৬ আসামি ছাড়া বাকি ১৭ জন আদালতে হাজির হয়ে জামিন নেন। ১৯৯৯ সালের ৬ মার্চ গভীর রাতে যশোর টাউন হল মাঠে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে পরপর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণে ১০ জন নিহত ও শতাধিক আহত হন। #


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।