উম্মম্ম
বাংলাদেশ বিমানবাহিনীর একটি নিয়মিত প্রশিক্ষণ বিমান আজ বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে চট্টগ্রামে কর্ণফুলী নদীর ১১-১২ নম্বর ঘাটের কাছাকাছি বিধ্বস্ত হয়েছে। ওই বিমানে একমাত্র আরোহী ছিলেন পাইলট ফ্লাইট লে. সানজিদ। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে তিনি নদীতে লাফ দিয়ে সাঁতরে তীরে ওঠেন। পরে তাঁকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে বিমান, নৌ ও দমকল বাহিনীর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আছেন।
সূত্রঃ প্রথম আলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।