আমাদের কথা খুঁজে নিন

   

Satellite Channel এ আবার BTV সংবাদ

রামকানাই পন্ডিত

আজ সকালে BBC তে শুনলাম। Satellite Channel গুলকে আবার বিটিভি সংবাদ প্রচার করতে হবে । তবে এবার সময় টা একটু এগিয়া এসেছে । গত BNP সরকার এর সময় আগে সবগুল Channel বিটিভি সংবাদ প্রচার করত রাত ১১.৩০ টায়। মাঝখানে caretaker সরকার এসে সেটা ঐছিক করে দেয় ।

এখন সেটা রাত ৮.০০ সময় করতে হবে। ভারি মজার কথা। সারাদিন পর অনেক মানুষ রাত ৮.০০ টার দিকেই টিভি দেখতে বসে । এখন সব বাংলা channel গুলতে একসাথে BTV র অত্যাচার শুরু হলে আর কোনো বাংলাদেশি Channel দেখতে হবে না । এমনিতেই ইন্ডিয়ান টিভি Channel গুলোর উপর মানুশের আকরষন বেশি ।

তারপর সরকারের এই সিধান্ত মানুষকে শুধু বিদেশি Channel গুলোর উপর নিরভরশিল করে তুলবে আর কোনো লাভই হবে না ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।