আমাদের কথা খুঁজে নিন

   

একুশে টেলিভিশনের ডিজিটাল ঈদ

বলতে চাই..জানাতে চাই...

এবার ঈদ-উল -ফিতরের বিশেষ অনুষ্ঠানের সময় একুশে টেলিভিশনের ঈদ গ্রীটিংস লেগোতে 'ঈদ মোবারক' এর পরিবর্তে অদ্ভূত এক শব্দ ব্যবহার করা হয়েছে, তা হলো 'ডিজিটাল ঈদ'। চামচামি, ভন্ডামি, রাজনৈতিক দলীয় মনোভাব সর্বোপরি মূর্খামীর পরিচয় দিয়ে একুশে টেলিভিশনের এ রকম শুভেচ্ছা জানানোর আগে মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশে বাংলাদেশের মিডিয়াম্যানদের সম্বন্ধে কি ধরনের বাজে ধারণা তৈরী হতে পারে তা ভাবা উচিত ছিল। এই মূর্খ ক্ষমতাধররা ভন্ডামি, চামচামি আর টাকার জোরে অনেক কিছুই করতে পারে কিন্তু দেশের মানুষের সম্মান নষ্ট করার অধিকার তাদের নেই। একুশে টেলিভিশন কর্তৃপক্ষের উচিত 'ডিজিটাল' শব্দটি সম্পর্কে সম্যক ধারনা নিয়ে যখোপযুক্ত জায়গায় তা ব্যবহার করা। ডিজিটাল পুকুর, ডিজিটাল নেতা, ডিজিটাল সরকার, ডিজিটাল টেন্ডার এসবের মত ঈদকেও ডিজিটাল বানানোর অদ্ভুত মানসিকতা এদের মাথায় আসে কি করে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.