আজ বাইশ।
কাল তেইশ।
এইভাবে এক এক দিন করে
কেটে গেছে কত সূর্যস্নাত দিন।
কত রাত হয়েছে প্রভাত।
আমি জানি মা তোমার বুকের ক্ষত,
তোমার ভিতরে রক্তস্নাত
সন্তান,
যুবক যবতীর ক্ষীণ হয়ে আসা
স্মৃতি, কাগজখবরে , প্রতিদিন।
আমি জানি মাগো তোমার ব্যাথার ভাষা,
শুন্য হৃদয়ে অমলিন হাসা,
ভরাট করেছো প্রতিটি হৃদয়।
ঢেকে দিই আমি গোলাপ চাদরে
ব্যাথার ভিতরে , সুখের আদরে
যখনি দেখি তুমি রংহীন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।