হৃদয়ের কথা সূর্যের মত যদি না বলিস ডুবে যাবে সন্ধার জলে...
একুশে টিভিতে প্রতি সাপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার প্রচারিত বর্তমানে দেশের জনপ্রিয় টিভি লাইভ অনুষ্ঠান একুশে বিজনেস
এই লাইভ অনুষ্ঠানটি সরারসরি সম্প্রচারের জন্য তাদের তিনটি ষ্টুডিও-।একটি একুশে টিভি ভবনে অন্য দুইটি ঢাকা ষ্টক একচেঞ্জ এবং চট্রগ্রাম ষ্টক একচেঞ্জ ভবনে। । আজ মার্কেট চলার সময় ঢাকা ষ্টক একচেঞ্জ থেকে উপর মহলের নির্দেশে একুশে বিজনেসের ষ্টুডিও বের করে দেয়া হয়। ধারনা করা হচ্ছে গত এক মাস ধরে চলতে থাকা শেয়ার বাজারের অস্থিরতা এবং শেয়ার কেলেঙ্কারী নিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে মন্তুব্য করায় একুশে বিজনেস এর প্রতি এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিগত প্রায় দুই বছর ধরে চলতে থাকা জনপ্রিয় এই অনুষ্ঠানটি বন্ধ করে পক্ষান্তরে শেয়ার মার্কেট চলার সময় প্রচার করা হচ্ছে বিটিবিতে নতুন লাইভ। অনুষ্ঠান বিজনেস অওয়ার
এ রকম পদক্ষেপ সংবাদ মাধ্যম কতটা স্বাধীন তা আবারো প্রমান হল।
সত্য, ন্যায় ও জনগনের পক্ষে কথা বলা সংবাদ মাধ্যমরে মুখ বন্ধ করে সরকার জনগনকে কি বুঝাতে চাচ্ছে?
অন্যায় আর এই লুটপাটের বিরুদ্ধে কি চিক্কার দেওয়াও যাবেনা!!
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।