পরাজিত হতে হতে আমি উঠে দাড়িয়েছি এবার ফিরে যাবো না খালি হাতে, স্তব্ধতা আর সৌন্দর্যের পায়ে পায়ে এগিয়ে যাই যে কবি সে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না ।
জামায়াতী সাঈদীর আইনজীবী বলেছেন-"একাত্তরের যুদ্ধটা ছিল সংগ্রাম।' পাক-ভারত যুদ্ধ ছিল বলেই পাকিস্তানী জেনারেল নিয়াজী ভারতীয় জেনারেল অরোরার কাছে আত্মসমর্পণ করেছে। তা না হলে নিয়াজী জেনারেল ওসমানীর কাছে আত্মসমর্পণ করত। (জনকণ্ঠ ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সওয়াল জবাব শুরুর আগেই ট্রাইব্যুনালের বাইরে মুক্তিযুদ্ধ নিয়ে এই ঔদ্ধত্যপূর্ণ উক্তিকে কেন্দ্র করে একাধিক পোষ্ট এসেছে । অনেকে ওসমানীর অনুপস্থিতি বিষয়ে জানতে চেয়েছেন । প্রাসঙ্গিক বিবেচনায় আমার পুরনো এই লেখার লিঙ্ক দিলাম
জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।