ডেনভারের কাষ্টম ইলেকট্রনিক্স ডিজাইন অ্যান্ড ইন্সটলেশন ট্রেড শো' তে প্রদর্শিত হলো ডিস্ক ফরমেটে চলা প্লেয়ার 'এইচডি-ভিএমডি' । আগামি মাসেই বাজারে আসছে এই প্লেয়ারটি। প্লেয়ারটির বাজারে আনছে নিউ মিডিয়াম এন্টারপ্রাইজ।
বাজারে প্রচলিত 'ব্লু-রে ডিস্ক' এবং 'এইচডি-ডিভিডি' ফরমেটের প্লেয়ার থেকে দামে বেশ কম কিন্তু মানের দিক দিয়ে কোন অংশে খারাপ নয় এই নতুন প্রযুক্তির প্লেয়ার। ১০৮০পি মডেলের প্লেয়ারটির দাম ১৫০ ডলার।
এই দাম এইচডি-ডিভিডি প্লেয়ারের প্রায় অর্ধেক এবং ব্লু-রে ডিস্ক প্লেয়ারের প্রায় এক-চর্তুথাংশ ।
প্লেয়ারটিতে নতুন ধরনের ডিস্ক ফরমেট ব্যাবহার করা হয়েছে যার নাম 'এইচডি-ভিএমডি'। ভিএমডি মানে হলো ভার্সেটাইল মাল্টিলেয়ার ফরম্যাট। এই প্লেয়ারটি সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর মান ব্লু-রে কিংবা এইচডি-ডিভিডি ফরমেট থেকে কোন অংশে খারাপ নয়।
এইচডি-ভিএমডি ফরমেটের বৈশিষ্ট্য হলো এটা ব্লু লেজার প্রযুক্তির বদলে তৈরি হয়েছে সাধারন ডিভিডির মতন রেড লেজার প্রযুক্তি ব্যবহার করে।
ফলে খরচ অনেক কম পরে।
এ প্রসঙ্গে নিউ মিডিয়াম এন্টারপ্রাইজের পরিচালক এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা ইউগেন লেভিক জানান, "একটা ব্লু-রে ডিস্ক তৈরি করার খরচ ডিভিডি এবং এইচডি ভিএমডি থেকে প্রায় ১০ গুন। এই ডিস্কের প্রতিটিতে ধারন করা যায় ৩০ গিগাবাইট মেমোরি। এর এনকোডিং এর সর্বোচ্চ মান প্রতি সেকেন্ড ৪০ মেগাবিট যেখানে ব্লু-রে ডিস্ক ফরমেটের ক্ষেত্রে এই মান প্রতি সেকেন্ড ৪৮ মেগাবিট এবং এইচডি ডিভিডি ফরমেটের ক্ষেত্রে তা প্রতি সেকেন্ড ৩৬ মেগাবিট।
এটি ১০৮০পি রোজ্যুলেশনে এনকোড করার জন্য ব্যাবহার করে এমপিইজি-২ বা ভিসি-১ ফরমেট।
৭.১ চ্যানেল ডলবি ডিজিটাল, ডলবি ডিজিটাল প্লাস এবং ডিটিএস অডিও আউটপুট ফরমেট সাপোর্ট করে এই প্রযুক্তি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।