আমাদের কথা খুঁজে নিন

   

সাতাশ



অনেকদিন কবিতা লিখি না। যদিও আমি কবিতা লিখতে পারি না। কোনো দিন'ই আমার কোনো নিয়মের মধ্যে থাকতে ইচ্ছা করে না। আমি আমার নিয়মেই লিখি। কে কি ভাবলো বা কি বললো তা আমার জানার দরকার নাই।

আমি তো রবীন্দ্রনাথ না,বা শামসুর রাহমান না। আমি অতি সাধারন তুচ্ছ রাজীব নূর। হিমি আমাকে সব সময় তাড়া দেয় নতুন কিছু লেখার জন্য। এই মেয়েটা সব সময় আমাকে তাড়া না দিলে এতদিনে আমার কিছুই লেখা হতো। শুধু মাত্র এই মেয়েটার জন্য আমার দারুন কিছু লেখা লিখতে ইচ্ছা করে।

আমি যা-ই লিখি,মধ্যরাত্রে হিমি আমাকে ফোন করে বলবে-রাজিব লেখাটা ভালো হয়েছে। অনেক সুন্দর হয়েছে। তবে দুইটা বানান ভুল হয়েছে। সকালে ঘুম থেকে উঠেই বানান দু'টা ঠিক করবে। বোকা মেয়েটার কথা শুনে আমার চোখ ভিজে উঠে।

কপাল ভালো যে ফোনে মুখ দেখা যায় না। "First in war,first in peace,and first In the hearts of his countryment." -Lighthorse তোমার দৃষ্টিতে আর বিশ্বাসে নিজেকে এ যুগের সক্রেটিস মনে হয়। শুধু মাত্র তোমার প্রেমের কারনে,আমার বিখ্যাত হবার সম্ভবনা রয়েছে একশভাগ; আর তাই তো,নিজেকে দেখলেই অন্যকে জানতে পারি নির্ভুল ভাবে, যদিও তোমার মনের ধর্ম আর জাতিগত ধর্ম একভাবে প্রকাশিত হয় না। বোকা মেয়ে,আমি যদি তোমাকে ধরে থাকি তাহলে তুমি কি ভেঙ্গে যেতে পার? কখনও না। তুমি অভিমান করে ভেঙ্গে পড়লেও- আমি'ই তোমার চোখের জল মুছে দিব।

দু'লাইনের মতামত- 'থিসিস' পরীক্ষা করলাম। এতে কিছু সত্য ও কিছু নতুন তথ্য আছে। তবে দুঃখের বিষয়- যেগুলো সত্য,সেগুলো নতুন নয়,আর যেগুলো নতুন,সে গুলো সত্য নয়। খুব বুঝতে পারছি হিমিকে পাওয়ার জন্য-আরো বেশী যোগ্য হয়ে উঠতে হবে- এটিই এখন আমার জীবনের বড় আকাঙ্ক্ষা। এমন একজন মহান নারীর সঙ্গে জীবন কাটাতে হলে- জীবনে অনেক উপরে উঠতে হবে।

আসলে,সারা দুনিয়ায় সমস্ত জ্ঞানী-গুনীকে একজন নারীর নিকটে মাথা নত করে, একটা সত্যকে মেনে নিতে হয়। (সে যেমন করে ব্যাথার কথা বলে!) ঠিক তেমন করে মেনে নিতে হয়। পৃথিবীর সব কিছুই অনেক বড়, যা কেবল ছোট তাই শুধু আমরা দেখতে পাই, আর যা অনেক বড় তা দেখার তত ক্ষমতা আমাদের চোখের নেই। অন্ধকারের মতো ভালোবাসা ঝুর ঝুর করে সারা পৃথিবীকে যেন ঢেকে দিয়েছে। (এই কবিতা টা 'সাতাশ' দিন মাথায় নিয়ে ঘুরে বেড়িয়েছি।

লিখি লিখি করে,সময়ের অভাবে আর লেখা হয়ে উঠেনি। আজ লিখলাম। আমি যা-ই লিখি,লেখাটা শেষ করে অনেক আনন্দ পাই। এই আনন্দ আলেক জেন্ডার গ্রামবেল এর টেলিফোন আবিস্কারের চেয়ে কম নয়। )


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।