শুধু বৃষ্টি নয়
তোমার জন্যে, মে'র সাতাশ
আজকাল শব্দশিশির তোমাকে টানেনা ভীষণ
নিঃশব্দ নির্বাণ হোক, এমন নিশ্চিত তোমার স্বকীয় স্বনন ।
আজকাল তুমি নিরবতায় ঋদ্ধ হও খুব;
অমর্ত্য নিরব চোখে খুঁজে দেখো শূণ্য চাতাল...বিদেহী প্রান্তর ।
অথচ বিগত বৈশাখে তুমি ভেঙেছিলে নির্জন প্রাকার ।
দারুণ বলিষ্ঠ উচ্চারণে
আমাদের পরিচিত মোহন আকাশের নিবিড় বিদ্যুৎ
তুমি একশো হাজার বিষন্ন টুকরোয় চুরচুর করে দিয়েছিলে ।
আমাদের দিব্যমুখী দোহারা বাতাস
তোমার কুটিল আক্রমনে দিনমান শুয়েছিলো আহত-রক্তাক্ত ।
অথচ আজ এ সংক্রান্তিতে
কী অদু্ভত মৌনতায়
তুমি ধূ ধূ নৈঃশব্দের জটিল হৃদয় ঘেঁষে
তুমুল ধ্রুপদী দৌড়েও এতটুকু কান্ত হও না ।
আমাদের চুড়ান্ত উদ্বাহু চিৎকার,
আমাদের উদগ্র আদিম কলরব,
তোমার জমাট ধমনীতে জায়মান কোনো তিক্ত গরলে
শুধু খুঁজে পায় শীতল মৌতাত;
নির্জলা নৈঃশব্দের ফেনায়
প্রবল সিক্ত হয় সেইসব নিপুণ তর্পন ।
অতঃপর,
ষান্মাসিক পূণ্যস্নানের ব্যাকুল অপোয় আমাদের ইন্দ্রিয়গণ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।