আমাদের কথা খুঁজে নিন

   

আকাশের চিঠি; সাতাশ



২৭ ২০/১২/১১ কী অদ্ভুত জীবন হলো কখনো এমন ভাবিনি কল্পনা করিনি তাই হলো। একা একা চিঠির পর চিঠি লিখে যাচ্ছি তোমাকে আজ কত বছর। কোন উত্তর পাবনা জানি, প্রত্যাসাও নাই তবু এ লেখায় কোন ক্লান্তি নাই। আমি আসলে তোমকে কাছে পাই এই চিঠি লিখার মাধ্যমে। আমার একাকী ভুবনের রাতদিন আমি তোমার সাথে কথা বলি তাই সাজাই চিঠির পাতায়।

সেই যেমন সারাদিনের কাজের শেষে ফিরে এসে আমরা কথা বলতাম প্রতি দিন। ঘুমাতে যাবার আগ পর্যন্ত তেমনি যেন আমি তোমার কাছেই বলি প্রতিদিনের দিনলিপি, ভালো লাগা, মন্দ লাগা। আজ আকাশে অনেক তারা ঘন কৃষ্ণবর্ণ আকাশে জ্বলছে সর্প্তষি। আামি অনেক রাত সর্প্তষির দিকে চোখ রেখে ভোর করে ফেলেছি। মনে মনে বলেছি, পথ দেখাও আমাকে পথ দেখাও, যেমন তুমি পথের দিশা দাও বিশাল মহাসমুদ্রে হারিয়ে যাওয়া নাবিককে।

সূর্য, চাঁদ, বৃক্ষ রাজী, সর্প্তষি আমাকে জড়িয়ে রেখেছে ভালোবাসায়। অস্তির উন্মাদ হয়ে গিয়ে আবার ফিরে পেয়েছি স্তিরতা। আমাকে স্থির থাকতেই হবে তোমার আসার অপেক্ষায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।