যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
ঢাকার কাকরাইলস্থ ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট এবং চিটাগং এর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে ৫দিন ব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে ২৬ তারিখ। বিষয়টা অভিনব হলেও এটা যে চমৎকার একটা আয়োজন হতে যাচ্ছে বলাই বাহুল্য। এনবিআর এর ওয়েবে এ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি রয়েছে। http://www.nbr-bd.org/income_tax_fair-2010.pdf
আয়কর মেলায় করদাতাদের নিম্নলিখিত সেবা প্রদান করা হবেঃ
* ঢাকা ও চট্টগ্রাম শহরের অধিক্ষেত্রাধীন করদাতাগন তাদের ২০১০-২০১১ কর বর্ষের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন;
*করদাতাগণ মেলায় স্থাপিত সোনালী ও জনতা ব্যাংকের দুটি বুথে তাদের আয়কর জমা দিতে পারবেন;
* মেলায় নতুন করদাতাদের তাৎক্ষণিকভাবে টিআইএন (ট্যাক্সপেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার) সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা থাকবে;
* করদাতাগণ রিটার্ণ পূরণে সহায়তা করার জন্য মেলায় আয়কর কর্মকর্তা পরিচালিত হেল্প ডেস্ক থাকবে;
* মেলায় জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে (http://www.nbr-bd.org) বিদ্যমান ট্যাক্স ক্যালকুলেটর সফটওয়ার ব্যবহার করে করদাতাগণ সহজেই তাদের আয়কর পরিগণনা করতে পারবেন;
* মেলায় মহিলা করদাতা, প্রতিবন্ধী করদাতা ও সিনিয়র সিটিজেনদের জন্য পৃথক কাউন্টার থাকবে;
* মেলায় করদাতাদের আয়রক রিটার্ন ফরম, ফরম পূরণের নির্দেশিকা, আয়কর সম্পর্কে তথ্য-কনিকা প্রভৃতি সরবরাহ করা হবে;
* মেলায় করদাতাদের সুবিধার্থে ফটোকপিয়ার, কম্পিউটার প্রিন্টার, ইন্টারনেট ইত্যাদির ব্যবস্থা থাকবে।
আমি প্রতিবছর দেড় থেকে দুই হাজার টাকা দেই এ্যাডভোকেটকে। এবার ভাবছি মেলাতেই আয়কর রিটার্ন জমা দেবো। ইয়াহু!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।