আমাদের কথা খুঁজে নিন

   

পছন্দের প্রার্থী ফেল করায় পঞ্চগড় সিভিল সার্জন অফিসে ভাঙচুর

Digital Bangladesh Warriors - fb.com/openbd

পরীক্ষায় পছন্দের প্রার্থীরা পাস করতে না পারায় গতকাল রোববার গভীর রাতে পঞ্চগড় সিভিল সার্জন অফিস ভাঙচুর করেছে এক দল সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীরা সিভিল সার্জনের সম্মেলনকক্ষে ঢুকে পরীক্ষার উত্তরপত্র ও ফলাফল শিট নিয়ে যায়। এমনকি তারা সিভিল সার্জন ও অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) গাড়িও ভাঙচুর করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আজ সোমবার মৌখিক পরীক্ষা নেওয়ার কথা রয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিয়োগ কমিটির সূত্রে জানা গেছে, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চতুর্থ শ্রেণীর পাঁচটি পদে ১৫ জনকে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষায় ৫২৩ জন অংশ নেন। তাঁদের মধ্যে প্রতি পদের বিপরীতে সর্বোচ্চ নম্বর পাওয়া তিনজনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। রাত একটা ২০ মিনিটে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর প্রথমে ৮-১০ জন মুখচেনা যুবক সিভিল সার্জনের কাছে তাঁদের পছন্দের প্রার্থীদের পাস না করার কারণ জানতে চান। এরপরই ২০ থেকে ২৫ জন বিক্ষুব্ধ যুবক সন্ত্রাসী কায়দায় ভাঙচুর শুরু করে।

এ সময় তাঁরা সিভিল সার্জনের অফিসের দরজা ও জানালার কাঁচ, বেসিন, আসবাব ভাঙচুরসহ নিয়োগ কমিটির সদস্যদের ওপরও চড়াও হন। একপর্যায়ে তাঁরা সিভিল সার্জনের সম্মেলনকক্ষে প্রবেশ করে পরীক্ষার উত্তরপত্র ও ফলাফল শিট নিয়ে যান। এমনকি তাঁরা কার্যালয়ের বাইরে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিভিল সার্জনের গাড়িও ভাঙচুর করেন। নিয়োগ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন মো. ইমারউদ্দিন বলেন, পরীক্ষায় পছন্দের পার্থীদের নিয়োগ দিতে অনেকের সুপারিশ ছিল। কিন্তু সংগত কারণে তাঁদের সুপারিশ রক্ষা করা সম্ভব হয়নি।

নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা এবং যোগ্য ব্যক্তিদের লিখিত পরীক্ষার ফলাফল দেখে একটি প্রভাবশালী মহলের ইন্ধনে সন্ত্রাসীরা এ হামলা চালায়। তিনি বলেন, থানায় অভিযোগ করা হয়েছে এবং সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিয়োগ কমিটির সভাপতি ও রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মো. মতিয়ার রহমান বলেন, ‘আমরা স্বচ্ছভাবে পরীক্ষায় নেওয়ার চেষ্টা করেছি। রাত দেড়টায় পরীক্ষার ফলাফল দিয়ে আমরা যখন খাবার খেতে বসেছি। এ সময় সন্ত্রাসীরা অতর্কিতে অফিসে হামলা চালিয়ে পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় এবং আমাদের ওপর চড়াও হয়।

’ নিয়োগ কমিটির সদস্য ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানুল পারভেজ জানান, লিখিত পরীক্ষায় পাস করতে না পেরে ক্ষুব্ধরা অফিস ও গাড়ি ভাঙচুর করে। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায় কিন্তু ততক্ষণে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.