মতপ্রকাশের স্বাধীনতা মানে কিন্তু যা খুশি তাই বলা নয়।
বন্ধুর মন খারাপ! বেশী খারাপ!! মেয়েজনিত সমস্যা!!!
বন্ধু ডায়লগ দিলো, "বুঝলি রে, পর কখনো আপন হয় না। "
ডায়লগ শুইনা ঠুস কইরা মাথায় ক্যারা উঠলো।
বিটলামীর তো সীমা নাই! ভাবলাম একটু বিটলামীই করি।
বন্ধুমানু - তার সাথে এগুলি করাই যায়!
বলা তো যায় না, এতে মন ভালো হইলে হইতেও পারে!
শুধাইলাম,
"তোর আব্বা আম্মার তো অ্যারেঞ্জ ম্যারেজ হইছে, তাই না?!"
উত্তর দিলো, "হ, ক্যান?"
কইলাম, "না! দ্যাখ, অজানা অচেনা একমহিলা তোর আপন মা!!
এইটা একটু কেমন কেমন জানি হইয়া গেলো না?"
এবার দাতমুখ খিচায়া বন্ধুর পাল্টা প্রশ্ন, "মজা লস?"
নির্বিকার ভাবে রেসপন্স দিলাম, "দিলে - লমু না কস?!"
এরপর পাল্টা বয়ান দিলাম,
"মানুষ পর থেকেই আপন হয়।
দুইন্নায় তো আর সবাই সবার আপন নয়!
তবে পরকে আপন করতে জানতে হয়।
লাইগা থাক - একদিন সফল হবি নিশ্চয়। । "
আশেপাশে পুলাপাইন মারহাবা মারহাবা করতে লাগলো।
কে জানি অবশ্য "মর হাবা"ও বলছিল - বন্ধুদের এতো কিছু শুনতে হয় না।
।
বিটলামী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।