গাজীপুর ,বাংলাদেশ ইন্টারনেট বিল কমানো নিয়ে গ্রামীণফোনের নতুন প্রতারণা:16 কোটি জনগোষ্ঠীর সাথে একটি ”মহা বিটলামী” সোচ্চার থাকুন দাবির প্রতি ।
ইন্টারনেট নিয়ে নতুন প্রতারণা শুরু করতে যাচ্ছে গ্রামীণফোন। সারাদেশে যখন ইন্টারনেটের বিল কমানোর দাবি জোরেশোরে উঠেছে, তখন প্রতারণার নতুন কার্যসূচী ঠিক করতে উঠেপড়ে লেগেছে তারা। এক্ষেত্রে তাই শুধু "P1" এর বিল কমাবে বলে ঠিক করেছে তারা। এবং অন্য সব ইন্টারনেটের বিল অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার বিকেলে গ্রামীণফোনের জনসংযোগ বিভাগের ডিজিএম মো. হাসান এক অনলাইন পত্রিকাকে বলেন, ‘পে পার ইউজ অর্থাৎ পি-১ চার্জ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে, দ্রুত তা বাস্তবায়ন করা হবে। নতুন চার্জ কতো হবে তা পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে নতুন চার্জ কার্যকর হবে।
আমরা সাধারণত পারতে পি-১ সাধারণত কেউ ব্যবহার করিনা। অথচ অন্যান্য প্যাকেজের বিল ঠিক আগের মতই বহাল রেখে এ প্যাকেজে বিল কমানোর বিষয়টি বাংলাদেশী 16 কোটি জনগোষ্ঠীর সাথে একটি ”মহা বিটলামী” ছাড়া আর কিছুইনা।
গ্রামীণের দৃষ্টিতে এ দেশের মানুষদেরকে তারা মুর্খ ও গাদা চাড়া আর কিছুই মনে করেনা।
ইন্টারনেট বিল কমানোর প্রশ্নে গ্রামীণ ফোনের এমন “চোদুর-বোদুর” হটকারী সিদ্ধান্ত চলবেনা। গ্রামীণের 16 কোটি জনগোষ্ঠীর সাথে এমন বিটলামী করার দায়ে অবশ্যই নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিৎ।
আমাদের হয়তো সবারই মনে আছে যে, গ্রামীণ ফোন যেই কালে 5 টাকা মিনিট কল রেট ধার্য ছিল তখন নতুন প্রতিষ্ঠিত বাংলালিংক অপারেটরটি দেশের শীর্ষ স্থানীয় গ্রামীণ ফোন সহ দেশের সকল মোবাইল অপারেটরদের রাজত্ত্বে আক্রমণ করে 2.5 টাকা প্রতি মিনিট কল চার্জ ধার্য করে যা মোবাইল ব্যবহার কারীদেরকে একটি অথই সাগর থেকে উদ্ধার করা হয়। সেই সময় রাতা-রাতি গ্রামীণও 2.5 টাকা প্রতি মিনিট কল চার্জ ধার্য করে।
আজকের বাংলাদেশে মোবাইল কল রেট এ পর্যায়ে আসার জন্য বাংলালিংকের অবদানকে অস্বীকার করা যাবেনা।
তাই আমি মনে করি যে, গ্রামীণকে এবার শিক্ষা দিতে অন্যান্য প্রতিষ্ঠিত কোন এক/দুই মোবাইল অপারেটরদেরকে এগিয়ে আসতে হবে। অন্যান্য অপারেটররা পারে গ্রামীণের মত “রক্ত চোষা” মোবাইল অপারেটরকে সোজা করতে। এ ক্ষেত্রে সরকারী সহযোগীতা একান্ত কাম্য। সুতরাং আমাদের দাবি প্রতি মেগাবাইট ১০ পয়সা এবং প্রতি গিগাবাইট ১০টাকা হারে দেবার জন্য।
এছাড়াও সর্বনিম্ন গতি ৫১২কিলোবিট করার জন্য। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।