(প্রিয় টেক) নিলয়, রাজধানীর স্বনামধন্য একটি স্কুলের ছাত্র। অষ্টম শ্রেণীর সমাপনীতে ভালো ফলাফল করার শর্ত হিসেবে প্রবাসী বড় ভাইয়ের কাছে বায়না ধরেছিল মোবাইল ফোন দেয়ার। ভাই নাজমুল হাসান প্রথমে আপত্তি জানালেও মা-বাবার কথামতো কিছু দিনের মধ্যেই একটি মাল্টি-মিডিয়া ফোন সেট পাঠায়। এতেই পাল্টে যায় নিলয়। একাকী থাকা তার ভারী পছন্দ।
বিদ্যুৎ চলে যাওয়ার পরেও দমফাটা গরমে দরজা বন্ধ করে ঘরে বসে থাকে। সারাক্ষণ কেমন অস্থির, চোখে-মুখে ক্লান্তির ছাপ। এ পরিবর্তন পরিবারের সদস্যরাও আঁচ করতে পারে। আকাশ ভেঙে মাথায় পড়ার মতো স্কুল শিক্ষকরা জানান, পড়ালেখায় নিলয়ের আগের ধার নেই। অমনোযোগিতার সঙ্গে যোগ হয়েছে স্কুল ফাঁকি দেয়াও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।