আমাদের কথা খুঁজে নিন

   

কবিদের উদারতাঃ রাজনীতিবিদরা শিখুন



প্রধানমন্ত্রীর সফরসঙ্গী তিন কবির উদারতা কবি হিসেবে তাঁরা তিনজনেই যথেষ্ট সমাদৃত। নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে তাঁদের জন্য বরাদ্দ ছিল বিমানে বিজনেস শ্রেণীর বিলাসবহুল আসন। এ জন্য সাধারণ শ্রেণীর তুলনায় কয়েক গুন বেশি ভাড়া গুনতে হতো। কিন্তু গরিব দেশের নাগরিক হিসেবে ওই সুবিধা নেওয়া তাদের সমীচীন মনে হয়নি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিশেষ সুবিধা পেয়েও তা ফিরিয়ে দিয়ে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ সাশ্রয়ের এ নজির দেখালেন তিন কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা ও মুহাম্মদ সামাদ।

গত ১৪ আগস্ট তাঁদের তিনজনের প্রত্যেককে বিমান ভাড়া ও ১০ দিনের হাতখরচ হিসেবে পাঁচ লাখ ৭১ হাজার ৩৭৬ টাকার চেক দেওয়া হয়। এক দিন পর তাঁরা প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে জানালেন, তাঁরা সাধারণ আসনে ভ্রমণ করে সাশ্রয়কৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেবেন। গত বুধবার তাঁদের জন্য সাধারণ শ্রেণীর বিমানের টিকিট সংগ্রহ করা হয়। জানা গেছে, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা ও মুহাম্মদ সামাদ সাধারণ শ্রেণীতে নিউইয়র্ক যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় প্রত্যেকের দুই লাখ টাকার মতো খরচ হবে। সব মিলিয়ে সাশ্রয় হবে প্রায় ১৩ লাখ টাকা ।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ সামাদ প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার সুযোগ পেয়ে আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। কিন্তু গরিব দেশের নাগরিক হিসেবে এত টাকায় সফরে যাওয়া অনৈতিক হবে। তাই আমরা সাধারণ শ্রেণীতে গিয়ে বাকি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছি। ’ জাতিসংঘের ৬৫তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রায় ১০০ জনের সফরসঙ্গী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শনিবার সকালে নিউইয়র্ক যাচ্ছেন। সূত্রঃপ্রথম আলো Click This Link মনে মনে অংক করতেছি, বাকি ১০০ জন ও যদি একি কাজ করত কত টাকা বাচত।

আর সারা বছর মুড়ি মুড়কি কিনতে বিদেশ যায় যারা তারা যদি একটু ভেবে দেখত। হায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।