আমাদের কথা খুঁজে নিন

   

কবিদের পরিচয়

আমি যা লিখি আমি যা বলি
তা কবিতা নয়
আমি যা ভাবি আমি যা গাই
তা কবিতা নয়
আমি যা বলে যাই মানুষ আর অমানুষের ভিড়ে
তাও কবিতা নয়

বৃষ্টি এসে ভিজিয়ে যায় আমার দুরন্ত শৈশব,কৈশোর দীপ্ত যৌবন
আমি শৈশবের জয়গান গাই
আমি কৈশোরের শ্লোক গাই
আমি যৌবনের মিছিল করি
দৈনিক ভাত আর মাছের মত এবেলা ওবেলা
এগুলো আমার কবিতা নয়-

ঝাঁক বাধা শব্দেরা এসে দরোজায় কড়াঘাত করে
আমি ওদের মিছিলে যাই
ওরা মিছিল করে আমি নেতৃত্ব দেই
আমি নেতৃত্ব দেই ওরা মিছিল করে
এগুলো কবিতা নয়
বাকযন্ত্র হতে উচ্চারিত নিগুড় শব্দ কবিতা নয়

কবিরা এসেছিল রাজপথে নক্ষত্রের আলো নিয়ে
কবিরা এসেছিল মা আর মাটির মায়ার শিকল ভেঙ্গে
'অ' 'আ' 'ক' 'খ' কে বুকে ধরে
'মাগো' ডাকার সুযোগ করে দিতে।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।