আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!
কবিরা সব চলে গেছে নগর ছেড়ে!
কবিদের ভালোবাসাও উড়ে চলে দিগন্তে!
মন সেতো বড় আজিব
কোন কিছুই তার নেই।
কবিতার জন্য মন লাগে, লাগে প্রকৃতি।
এই নগরীতে আজ কেবল আবর্জনা
নগরের আবর্জনাএখন খায় কাক!
থাকুক কাক নগরীতে
কবিরা উড়ে চলে নতুন জীবনের সন্ধানে!
এই নগরীতে এখন কোন কবি নেই।
আছে কাক।
কাকরাই থাকুক।
আর আবর্জনা খাক।
বি. দ্র. সকল কবিকের কাছে ক্ষমাপ্রার্থনা করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।