সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পরিবারের পাঁচ সদস্যকে শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে মরণোত্তর সনদ প্রদান করা হয়েছে। তাঁরা হলেন বঙ্গবন্ধুর পুত্র জনাব শেখ কামাল, জনাব শেখ জামাল, ভাই জনাব আবু নাসের, ভগ্নিপতি জনাব আব্দুর রব সেরনিয়াবাত এবং ভাতিজা জনাব শেখ ফজলুল হক মণি ( বর্তমান ঢাকা-১২ আসনের সাংসদ ব্যরিস্টার শেখ ফজলে নুর তাপসের পিতা)। যেহেতু আমার জন্ম মুক্তিযুদ্ধের বহু পরে (১৮ বছর) এবং মুক্তিযুদ্ধ নিয়ে আমার পড়াশোনা যথেষ্ট কম সেহেতু সম্প্রতি মুক্তিযোদ্ধা সনদ পাওয়া এই পাঁচজন মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সংক্রান্ত তথ্য জানতে চাইছি। অর্থাৎ তাঁরা কবে যুদ্ধে যোগ দান করেন, কোন সেক্টরে যুদ্ধ করেন, তাদের মুক্তিযোদ্ধা সনদ কেন এত পরে দেয়া হল ইত্যাদি বিষয়ে জানতে চাইছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।