রাজ
অ্যাপেল iwatch নিয়ে আসছে বাজারে। এতক্ষণে সবাই বুঝে গেছে এটি একটি স্মার্ট ঘড়ি। হ্যাঁ আসলেই তাই। বেশ কিছু মজার মজার ফিচার নিয়ে বাজারে আসছে ঘড়ি টি। আসুন দেখে নেই কেমন হতে পারে ঘড়িটি.
আসলে এমনই হবে টা কিন্তু না।
এটা আসলে কাল্পনিক ছবি, যা ফটোশপ এ করা। iwatch এর বেপারে আসলে সবই অজানা। কোন কোন মাধ্যম জানাইতেসে ২০১৩ এর শেষ দিকেই বাজারে পাওয়া যাবে ঘড়িটি, আবার কিছু মাধ্যম বলতেছে ২০১৪ এর মাঝামাঝি আসবে বাজারে। এর দাম সম্পূর্ণই অজানা। তবে জানার মধ্যে যা যা আছে টা হলঃ এর থাকবে curved gorilla glass, ব্লুটুথ ও ১.৫ ইঞ্চি মিনি ডিসপ্লে।
বিস্তারিতঃ http://www.only71.com
এই সাইটে এমন আরও অনেক খবর আছে। আশা করি গেলে ভালো লাগবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।