সম্প্রতি চেইন শপ এবং অনলাইন শপিং ওয়াল-মার্ট এখন থেকে মূল দামের প্রায়ই অর্ধেক দামেই বিক্রি করবে অ্যাপলের তৈরী থ্রিজি আইফোন। ১৬ গিগাবাইট ডেটা স্টোরেজ সুবিধাসহ আইফোন থ্রিজি কিনতে খরচ হবে ৯৭ ডলার। অবশ্য এ জন্য মার্কিন অপারেটর এটিএন্ডটি-এর সঙ্গে ২ বছরের চুক্তিতে আসতে হবে। উল্লেখ্য একই প্যাকেজে আইফোনের বর্তমান বাজার দর ১৯৭ ডলার। আইফোনের নতুন ভার্সনটি বাজারে আসার কারণেই দাম কমিয়েছে বিক্রেতারা।
তারপর সে ফোনটির সব ফিচারই ব্লগপোস্টের মাধ্যমে জানা গেছে বলেই বিক্রেতারা ধারনা করছেন। এর ফলে নতুন এই সেটটির প্রতি ক্রেতাদের আগ্রহ বেড়ে যেতে পারে। তাই পুরোনো ভার্সনের আইফোন থ্রিজির লট খালি করে ফেলতে চাইছেন বিক্রেতারা। অ্যাপেল এর ডেভেলপার কনফারেন্স হচ্ছে আগামী ৭ জুন। এ দিনটি্তেই সচারাচর নতুন পণ্য বাজারে আনার ঘোষনা দেয় প্রতিষ্ঠানটি।
তথ্য সংগ্রহ- ৩০ মে দৈনিক ইত্তেফাক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।