যশোরে বোমা হামলায় আহত মনিরুল মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।
গত মঙ্গলবার শহরের খোলাডাঙ্গা এলাকায় সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছিল মনিরুলকে। বোন শিরিন খাতুন (২০) মনিরুলকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। শিরিন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
মনিরুল শহরের খোলাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে। তার মা মরিয়ম বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। মামলায় বিল¬াল, সাইফুল, আরিফুল, সাহেব গাজি, আরিফ, রাহুল, শাটলু ও মাসুদ রানাকে আসামি করা হয়েছে।
এদের মধ্যে শাটলু ও মাসুদ রানাকে পুলিশ আটক করতে সমর্থ হয়েছে।
সন্ধ্যায় যোগাযোগ করা হলে যশোর কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার মোসত্মাফিজুর রহমান মনিরুলের মৃত্যুর সংবাদ শোনেননি বলে জানান।
#
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।