আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!
ভাইয়েরা আমার বোইনেরা আপনের
কুটিকালে এক হুজুর বয়ান দিছিলো,"সবাইরে বোইন হিসাবে দেখবি!" তার বয়ান শুইনা ভরা মজলিশে এক বন্ধু জিগাইছিলো,"সবাই বোইন হইলে বিয়া করমু কারে?" তার উত্তর সে পায় নাই, তয়তার পরের দিন হাজাম ডাইকা ওর খৎনা করানো হইছে আর আমাগো গ্রুপে ম্যাট্রিক পরীক্ষা পাশ করনের আগে সে এলাকায় মাইয়া নিয়াও ভাগছে! বেটা বাঘের বাচ্চা!
যাই হোউক, স্বর্ন যুগ চইলা গেছে, এখন আইছে ডায়মন্ড যুগ। আমি সেই স্বর্নযুগের ডায়নোসর হইয়া এখন পস্তাইতাছি বইলা বনফুল থিকা অর্ডার কৃত দিল্লিকা ঘিয়ে মাখা লাড্ডু খাইবার জন্য মেলাদিন সুযোগ সন্ধান করতাছি। কিন্তু সুযোগ আমার মুসার এভারেস্ট জয়ের মতোই হাতছাড়া হইয়া বোগলের আশ পাশ দিয়া দাবা খেলে। আমি আবার দাবা খেলতে পারি না।
মাথায় ইদানিং বিগড়াইতাছে, এই ভয়ে এইবার নাকি শীত আগে ভাগে পড়তাছে। মার্কেট থিকা জ্যাকেট কিনমু এই ধান্ধায় বাইর হইয়া দেখি আমি মার্কেট যাই না, মার্কেটের আশপাশ সুন্দরীগো মেলায় হারায়া যাই, কেউ আড়চোখে তাকাইলে আমি তারে চোখ বড় বড় কইরা কই,"হাই, কই যাই!" মাগার কি কমু আর দুঃখের কথা, ইংলিশ বাংলা হিন্দি ছাড়া আর কিছু পারে না আর এই ব্যাটিরা নিজেগো ভাষা আর খুব বেশী হইলে ফ্রেন্ঞ্চ ছাড়া কিছু জানে না। এই বুড়া বয়সে নতুন ভাষা শিখনের রিস্ক লওনের মতো মাথায় এতো জোড় নাই।
সেই জোড় নাই বইলাই আমাগো ব্লগের World famous in সামু আমাগো সবার নয়নের মনি সাহিত্যের প্রবাদনারী জুন ম্যাডামরে সরাসরি ডায়লগ দিলাম,"ওস্তাদ, দুই থিকা তিন দিন সময়, আপনেও আমার দেশী আপনের আত্মীয় গুলানও দেশী। তো দয়া কইরা একখান আমেরিকান মাইয়া যোগাড় করেন।
শর্ত একখান মাইয়া হইলেই হইবো, আমি নিজেই কাজী ডাইকা রাজী। পোলা হইলে রাজী না!"
চানরাইতের মতোন খুশীর খবর হইলো উনি আমারে ওয়াদা পূর্বক প্রমিজ মাইরা তিনসত্যি কইয়া রাইতের বেলায় সূর্য্য আর দিনের বেলায় চান্দুমামার সাথে তারাগুলানরে সাক্ষীমাইনা এই মহান কাজ করায় দিবো বইলা আমারে আশ্বস্ত করছে! আমি উনার আশ্বস্তে আশ্বশায়িত হইয়া এই তসবি কিনতে যাইবো এই ভাবিয়া যে তসবী দিয়া দিন গুনুম। সিভি রেডী করতে আছি...২ দিন টাইম দিছি, কাইলকা আশেপাশের ক্যামেরার দুকান থিকা টেস্টের কথা কইয়া ফটুক তুলুম। সেই ফটুক তুলিয়া তারে সিভি স হ পাঠায়া দিমু।
যদিও তার একখান শর্ত আছে, সিভিতে আমার বোলগের ঠিকানা দেওন যাইতো না, কারন আমি নাকি এ্যাডাল্ট লিখি।
এইডা আমি কুনো মতোন হজম করছি কারন সে এখন আমার ঘটক হিসাবে কাম করতাছে, তাই এখন যদি সে আমারে কয় উদাসী পুরাই ভালগার আমি তাও মাতে রাজী, তয় অন্য সময় হইলে.....সেইটা বোলগবাসীর বিচারের উপর ছাইড়া দিলাম, আমি আবার সামাজিক গনতন্ত্রে বিশ্বাসী!
অখন কথা হইলো সে যদি আমারে আগামী ১ মাসের মধ্যে আমেরিকান মাইয়ার সাথে বিয়া না দিতে পারে তাইলে তার বিরুদ্ধে বাংলাদেশের আমেরিকান হাইকোর্ট থিকা জজ ব্যারিস্টার উকি মোক্তারগো ঘুষ খাওয়াইয়া সুয়োমোটো রুল নিশি জারি করুম। তারপর তারে বুঝামু এই ঠাডা বৈশাখ কত গমে কত রুটি মানে হাউ ম্যানি আটু ইন হাউ ম্যানি পরোটার হিসাব বুঝায়া দিমু!
তো ভাইয়েরা আমার বোইনেরা আপনের, আপনেরা কি আমার আন্দোলনে শরীক?
যারা যারা শরীক না তারা অফ যাইয়েন, আর যারা শরীক তারা দুরত কমুনিটি সেন্টার ভাড়া নেন, আমার বিয়ার দাওয়াত তাগো লিগা এডভান্স!
জয় উদাসী
আইসো বলি সুম্মা আমিন!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।